ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এমপি সুবিদ আলীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ নভেম্বর ২০১৬

এমপি সুবিদ আলীর  বিরুদ্ধে করা  মামলা প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ নবেম্বর ॥ কুমিল্লার আদালতে দাউদকান্দি আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লার ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমির আদালতে মামলার বাদী উপস্থিত হয়ে ওই মামলাটি প্রত্যাহার করে নেন। জানা যায়, কুমিল্লা-১ দাউদকান্দি আসনের সংসদ সদস্য মেজর (অব) সুবিদ আলী ভূঁইয়া গত ১৭ আগস্ট সংসদীয় কমিটির এক সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে তিনি এ ধরনের উক্তি করেননি বলে সংবাদ মাধ্যমে দাবি করেন। তার এ বক্তব্যের পর জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক চৌধুরী বাদী হয়ে গত ৩০ আগস্ট কুমিল্লার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। বাদীর এ ধরনের সিদ্ধান্ত সঠিক ছিল না বলে রবিবার তিনি মামলাটি প্রত্যাহার করে নেন। এ বিষয়ে মামলার বাদী কামরুল হক চৌধুরী বলেন, আমি দলের স্থানীয় কতিপয় নেতার প্ররোচনায় মামলাটি দায়ের করেছিলাম, কিন্তু পরে যখন জানতে পারলাম অভিযোগটি ভিত্তিহীন তাই নিজের সিদ্ধান্ত ভুল ছিল বলে মামলাটি প্রত্যাহার করে নিয়েছি।
×