ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলা

আপীলেও খালেদার আবেদন খারিজ মামলা চলবে

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ নভেম্বর ২০১৬

আপীলেও খালেদার আবেদন খারিজ মামলা চলবে

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার লিভ টু আপীল খারিজ করে দিয়েছে আপীল বিভাগ। আইনজীবীগণ জানিয়েছেন, এর ফলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল থাকল এবং নিম্ন (বিচারিক) আদালতে মামলার কার্যক্রম পরিচালনায় আইনগত কোন বাধা নেই। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র বিএনপি নেতা জিকে গউসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে। খালেদা জিয়ার করা লিভ টু আপীল আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। খালেদার আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এম বদরুদোজ্জা বাদল ও ব্যারিস্টার সাগিব রউফ। আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, আপীল বিভাগের আদেশের ফলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল থাকল। এবং নিম্ন আদালতে মামলার কার্যক্রম পরিচালনায় আইনগত আর কোন বাধা থাকল না। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আদালত খালেদা জিয়ার লিভ টু আপীল খারিজ করে দিয়েছে। রিভিউ আবেদন করা হবে কিনা তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিটের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৮ জুন হাইকোর্ট তা খারিজ রায় দেয়। মামলায় ইতোপূর্বে দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর লিভ টু আপীল করেন খালেদা জিয়া। এ লিভ টু আপীলের শুনানির দিন ধার্যের জন্য ৯ অক্টোবর আবেদন করেন তার আইনজীবীরা। এর ধারাবাহিকতায় চেম্বার বিচারপতির আদালত হয়ে আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ছিল। জিকে গউসের জামিন ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র বিএনপি নেতা জিকে গউসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। তার পক্ষে করা জামিন আবেদনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট নাসরিন খন্দকার ও মাসুদ রানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×