ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নরসিংদী ডিসির অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৮, ২৫ নভেম্বর ২০১৬

নরসিংদী ডিসির অপসারণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৪ নবেম্বর ॥ জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের অপসারণ দাবিতে আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ বৃহস্পতিবার সকালে নরসিংদী সরকারী কলেজ থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসার পথে প্রেসক্লাবের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বিভিন্ন সেøাগান দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানার মোড় থেকে শহরের ব্রাহ্মন্দী মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে শত শত যানবাহন ও পথচারীরা আটকা পড়ে। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র রিপন সরকার, পৌর কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তৌহিদা সরকার রুনা বক্তব্য রাখেন। তারা ৭ দিনের মধ্যে ডিসি আবু হেনা মোরশেদ জামানকে নরসিংদী থেকে অপসারণের দাবি জানিয়ে বলেন, তাকে অপসারণ না করা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে । তাজরীন ও রানা প্লাজার সামনে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ নবেম্বর ॥ বৃহস্পতিবার সাভার ও আশুলিয়ায় তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডি ও রানা প্লাজার হতাহত শ্রমিকদের স্মরণে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালের এ দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টেসে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ১১২ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ট্র্যাজেডিকে হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকা-ে হতাহত শ্রমিকদের পরিবার। নিহতদের পরিবার ভোগ করছে স্বজন হারানোর অসহ্য বেদনা। পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছেন তাদের পরিবারের সদস্যরা। এছাড়া রানা প্লাজার সামনেও বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কর্মীরা এতে যোগদান করেন। তাজরীন ট্র্যাজেডির চার বছর পূর্তি উপলক্ষে এদিন সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনে অগ্নিকা-ের সব ক্ষতিগ্রস্ত শ্রমিককে অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডির ২৪ এপ্রিল স্মরণে সাভারে ধসে পড়া রানা প্লাজার তিন বছর পূর্তি উপলক্ষে এদিন সকালে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে শ্রমিকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে সমাবেশে মিলিত হয়। উখিয়ায় স্কুলছাত্রী অপহৃত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় কোচিং ক্লাস শেষে ফেরার পথে ৬ষ্ট শ্রেণীর এক শিশুকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসী এবাদুল হকের স্ত্রী অপহৃতার মা বৃহস্পতিবার এজাহার দায়ের করেছেন উখিয়া থানায়। দক্ষিণ মরিচ্যা শেতনী বটতলী গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রবাসী এবাদুল হকের কন্যা (১৩) স্কুলে কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নজির আহম্মদের বখাটে ছেলে কামাল উদ্দিন তাকে অপহরণ করে।
×