ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিএনএ’র ৭ দফা মানলে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হবেন ॥ ব্যানা হুদা

প্রকাশিত: ০৫:১৩, ২৪ নভেম্বর ২০১৬

বিএনএ’র ৭ দফা মানলে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হবেন ॥ ব্যানা হুদা

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে ৭ দফা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। এ প্রস্তাব মেনে নিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ব্যারিস্টার নাজমুল হুদার দেয়া ৭ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তন, নির্বাচনী ব্যয় কমানো, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করা, নির্বাচন কমিশন শক্তিশালী করা, রাজনৈতিক দল নিবন্ধন ও নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন মনোনয়নদানে সার্চ কমিটি গঠনের কোন এখতিয়ার সংবিধানে দেয়া হয়নি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগে মহামান্য রাষ্ট্রপতি বাধ্য প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণে। অবশ্য প্রধানমন্ত্রী ইচ্ছে করলে বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে তার পরামর্শের ক্ষেত্রটি নিরূপণ করতে পারেন। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের দেয়া ৭ দফা প্রস্তাব মেনে নেন, তবে আমরা হলফ করে বলতে পারি শেখ হাসিনাই পুনরায় নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই বর্তমান সরকারের প্রতি আহ্বান আমাদের এ প্রস্তাব মেনে নিয়ে ভোটার তালিকা হালনাগাদ করুন এবং ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তন করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, যারা বলছেন এখনই জাতীয় সংসদ নির্বাচন দিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারই হবে খালেদা জিয়ার ভাষায় সহায়ক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে নাজমুল হুদা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন কোন দুর্বলতা নেই। এ বিষয়ে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না। ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আমরা মনে করি সংবিধানের অনুশাসন মেনেই নির্বাচন কমিশন নিয়োগ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব সম্পর্কে রাজমুল হুদা বলেন, আমি বিএনপি নেত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই মানুষের নির্বাচন নিয়ন্ত্রণ করতে কোন দেবতা খুঁজে পাওয়া যাবে না। ভুলে ভরা মানুষকেই এ দায়িত্ব পালন করতে হবে। শুধুমাত্র ভুলের পরিধিটাকে যত দূর সম্ভব নিয়ন্ত্রণে রেখে নির্বাচন কমিশন ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে মানুষই নির্ভুলভাবে নির্বাচন পরিচালনা করতে পারে।
×