ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে শিক্ষকের হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৪:২২, ২৩ নভেম্বর ২০১৬

নাটোরে শিক্ষকের হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ নবেম্বর ॥ বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় ইউপি সদস্য ও তার সমর্থকরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসার পথে পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষককে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু বলেন, পাঁচবাড়িয়া গ্রামের ইউপি সদস্য বাচ্চু মিয়া দীর্ঘদিন থেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে থাকার জন্য প্রধান শিক্ষককে চাপ দিয়ে আসছিলেন। প্রধান শিক্ষক মিজানুর রহমান আইনের বাইরে গিয়ে কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে অপারগতা প্রকাশ করেন। সম্প্রতি বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। সেই তালিকাতে নিয়ম বহির্ভূতভাবে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকের নাম অন্তর্ভুক্তির দাবি জানায় বাচ্চু মিয়া। প্রধান শিক্ষক তাতেও অপারগতা প্রকাশ করে এ বিষয়ে বর্তমান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে বললে বাচ্চু মিয়া ক্ষুব্ধ হন। এরই জের ধরে মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক নিজ বাড়ি দারিখৈর থেকে পাঁচবাড়িয়া আসার পথে বাচ্চু মেম্বার, তার ভাই মজনু এবং সহযোগী রাশেদুল, নাজিম, মল্লেম, লিটনসহ ১০-১২ জন তাকে পাঁচবাড়িয়া মোড়ে ভুটভুটি থামিয়ে জোর করে টেনে-হিচড়ে নামিয়ে লোহার রড, লাঠিসোটা দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে তার বাম হাত ও ডান পা ভেঙ্গে এবং মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করে। ইউপি চেয়ারম্যান আরও বলেন, বাচ্চু মেম্বার একজন চিহ্নিত সন্ত্রাসী মাদক বিক্রেতা। তার নামে থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি আছে। ইতোপূর্বে আমাকে এবং ওই প্রধান শিক্ষককে প্রাণ নাশের হুমকি দিয়েছিলেন বাচ্চু মেম্বার। সে বিষয়ে থানায় জিডি করা আছে।
×