ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ওয়াজি আহমেদ হত্যা

হত্যার দায় স্বীকার গৃহকর্মী আহাদের, ১৬৪ ধারায় জবানবন্দী

প্রকাশিত: ০৮:৪৮, ২২ নভেম্বর ২০১৬

হত্যার দায় স্বীকার গৃহকর্মী আহাদের, ১৬৪ ধারায় জবানবন্দী

গাফফার খান চৌধুরী ॥ অবশেষে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহমেদ চৌধুরী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে গৃহকর্মী আব্দুল আহাদ। তাৎক্ষণিক সিদ্ধান্তেই ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিতে ওয়াজি আহমেদকে হত্যার কথা জানায় আহাদ। আহাদের দেয়া তথ্যে নিহতের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া চল্লিশ ইঞ্চি ওয়াল টিভি এবং ল্যাপটপটি তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। হত্যাকা-ের পর বাড়ি থেকে সাড়ে চার হাজার টাকা নিয়ে যায় বলেও স্বীকার করেছে মামলাটির একমাত্র এজাহারনামীয় আসামি আহাদ। তবে টাকার অঙ্ক নিয়ে নিহতের পরিবারের মধ্যে দ্বিমত রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এত অল্প সময়ের মধ্যে এমন পরিকল্পিত হত্যার ঘটনা ঘটানো প্রায় অসম্ভব। গত ৪ অক্টোবর রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে মহাখালী ডিওএইচএসের ৪ নম্বর সড়কের ১৪৮ নম্বর চারতলা বাড়ির দোতলায় নৃশংস হত্যাকা-ের শিকার হন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহমেদ চৌধুরী (৭৬)। তাকে গলায় ফাঁস লাগিয়ে, হাত ও পা খাটের সঙ্গে বেঁধে হত্যা করা হয়। এ ঘটনায় বাদী নিহতের ভাতিজা রেশাদ চৌধুরী গত ৬ অক্টোবর কাফরুল থানায় দায়ের করা মামলায় গৃহকর্মী আব্দুল আহাদকে (৩৫) সন্দেহভাজন প্রধান আসামি করা হয়। মামলায় বলা হয়, হত্যার পর বাসা থেকে একটি টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা খোয়া গেছে। গত ৯ নবেম্বর রাতে ঢাকার পল্লবী থেকে আহাদ র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার হয়। গত ১১ নবেম্বর আহাদকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে আহাদ হত্যার দায় স্বীকার করে ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
×