ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী পানি সরবরাহ দ্বিতীয় প্রকল্পের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:০৫, ২১ নভেম্বর ২০১৬

কর্ণফুলী পানি সরবরাহ  দ্বিতীয় প্রকল্পের চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির চাহিদা মেটাতে ওয়াসা কর্তৃপক্ষ কর্ণফুলী পানি সরবরাহের দ্বিতীয় প্রকল্পের কাজ শীঘ্রই শুরু করছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না জিও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সঙ্গে (সিজিসি) চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার দুপুরে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে চট্টগ্রাম ওয়াসার পক্ষে এমডি একেএম ফজলুল্লাহ এবং সিজিসির পক্ষে সংস্থার প্রেসিডেন্ট সুন জিন হং চুক্তিতে স্বাক্ষর করেন। ওয়াসা সূত্র জানায়, নগরবাসীর কাছে সুপেয় পানি সরবরাহের পরিমাণ বৃদ্ধি এবং বর্ধিত পানির সুষ্ঠু বন্টন ব্যবস্থার জন্য সঞ্চালন ও বিতরণ লাইন উন্নয়ন ও সম্প্রসারণ কাজ করতেই জাইকার সহায়তায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ওয়াসার এমডি জানান, ৪ হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জাতীয় ভার্সিটি মাস্টার্স শেষ পর্র্ব ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় ২১ নবেম্বর বিকেল ৪টা থেকে ২৬ নবেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। এলএলবি ১ম পর্বের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনের মাধ্যমে ১ নবেম্বর থেকে দেয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ৩০ নবেম্বর তারিখ পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে লিঙ্কে প্রবেশ করে ঈড়ষষবমব ষড়মরহ এ ঈষরপশ করতে হবে ঈড়ষষবমব চৎড়ভরষব যাবে এর ঘড়ঃরভরপধঃরড়হ ষরহশ হতে প্রাপ্ত টংবৎ ঘধসব ও চধংংড়িৎফ ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ফড়হিষড়ধফ করে সংগ্রহ করা যাবে। পটুয়াখালীতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২০ নবেম্বর ॥ সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের হাসেম আলী খান বাজারে শনিবার রাতে অগ্নিকা-ে ৮ ব্যবসাপ্রতিষ্ঠান ও ২ বসতঘর ভস্মীভূত হয়েছে। রাত ১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার সম্পদহানি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে বাজারের জনৈক ব্যবসায়ী খোকন জানান। এ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বসির উদ্দিন, জলিল ফকির ও জালাল ফকিরের চায়ের দোকান, ফরিদ হোসেনে কম্পিউটারের দোকান, বাবুলের পৃথক দুটি ফার্নিচারের দোকান, সহিদ ফকিরের বসতঘর উল্লেখযোগ্য। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার বাহ্মদিয়া গ্রামে শনিবার মধ্যরাতে অগ্নিকা-ে দুইটি বসতঘর সম্পূর্ণ ও একটি আংশিক ভস্মীভূত হয়েছে। অগ্নিকা-ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ট্রেনের ধাক্কায় ছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ নবেম্বর ॥ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে হৃদয় ঠাকুর (১৫) নামে এক স্কুলছাত্র। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর সরদারপাড়া এলাকায় ফরিদপুর-রাজবাড়ী রেল সড়কে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ঠাকুর ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের মোঃ ইউনুস ঠাকুরের ছেলে। সে ফরিদপুর শহরের শোভারামপুর গ্রামে নানা মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে থেকে পড়াশোনা করত। হৃদয় শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
×