ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তিন ঘণ্টার মাথায় চাঁপাইয়ে মেয়র গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৪, ২১ নভেম্বর ২০১৬

তিন ঘণ্টার মাথায় চাঁপাইয়ে মেয়র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণের ৩ ঘণ্টা পর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নজরুল ইসলামকে রোববার দুপুরে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি গত ডিসেম্বর মাসে নির্বাচিত হওয়ার ১০ মাস পর হাইকোর্টের নির্দেশে রবিবার সকালে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তার নামে দায়েরকৃত বিভিন্ন মামলার চার্জশীট আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রের পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে নজরুল ইসলাম ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রীট করলে হাইকোর্ট বরখাস্ত আদেশ বাতিল করে তাকে স্বপদে বহালের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নজরুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসক ও ভারপ্রপ্ত মেয়রকে নির্দেশ দেন। রোববার সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ সাইদুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন নজরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরপরই সদর থানার পুলিশ পৌর ভবন ঘেরাও করে মেয়রকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে দুপুর সোয়া ১টার দিকে মেয়র তাঁর চেম্বার থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলে পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ সময় তাঁর আইনজীবী পুলিশকে জানান, ওই মামলায় আত্মসমর্পণের জন্য তিনি আদালতে যাচ্ছেন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
×