ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া এখনও জামায়াতের মায়া ছাড়তে পারছেন না ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ০৫:৫৫, ২০ নভেম্বর ২০১৬

খালেদা জিয়া এখনও জামায়াতের মায়া ছাড়তে পারছেন না ॥ ড. রাজ্জাক

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও জামায়াতের মায়া এখনও ছাড়তে পারছেন না। তাই নির্বাচন কমিশন পুনর্গঠনের নামে বিতর্কিত প্রস্তাবের মাধ্যমে জাতিকে বোকা বানিয়ে বিএনপি নেত্রী ও তার দল যেকোন কায়দায় স্বাধীনতাবিরোধী জামায়াতকে আলোচনায় আনতে চায়। কিন্তু তাদের এই আশা কোনদিনই পূরণ হবে না। শনিবার বিকেলে রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণের ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আবদুর রাজ্জাক খালেদা জিয়ার প্রস্তাবের কড়া সমালোচনা করে আরও বলেন, বিএনপি নেত্রী তার প্রস্তাবে বলেছেন, সকল দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ সকল দলের মধ্যে ২০ দল এবং ১৪ দল রয়েছে। আর ২০ দলের জামায়াতের তো এখন নিবন্ধন নেই। তাই তিনি প্রস্তাব দিয়েছেন যে, স্বাধীনতার পরে যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তার মানে জামায়াত এবং বঙ্গবন্ধুর খুনীর দল ফ্রিডম পার্টির সঙ্গে আলোচনা করতে হবে! জামায়াতের জন্য তাদের কী মায়া! তাদের মায়া এখনও ছাড়তে পারছে না বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নগর নেতা ডাঃ দিলীপ রায়, হেদায়তুল ইসলাম স্বপন, আকতার হোসেন ও মামুনুর রশীদ শুভ্র।
×