ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাঁচদিন বন্ধ বাস চলাচল ॥ যাত্রী ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ নভেম্বর ২০১৬

পাঁচদিন বন্ধ বাস চলাচল ॥ যাত্রী ভোগান্তি চরমে

সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৫ নবেম্বর ॥ গত ৫ দিন ধরে বেড়া উপজেলার নগরবাড়ী-বগুড়া ভায়া সিরাজগঞ্জ রুটে ও কাজীরহাট-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (নগরবাড়ী) ও পাবনা বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব, মালিক সমিতির গাড়ি চলাচল নিয়ে কোন্দল, সিরিয়াল ভঙ্গ, শ্রমিক মারপিটের ঘটনাকে কেন্দ্র করে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বেড়া, পাবনা ও শাহজাদপুরের উভয় এলাকার বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও দোষারোপ করে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা আর আর্থিক দুরবস্থায় পড়েছেন বাস শ্রমিকরা। চলতি বছরে ৫ম বারের মতো এমন ধর্মঘটের ঘটনা ঘটল। নগরবাড়ীর বাস মালিক ও শ্রমিকরা জানান, প্রতিদিন প্রায় ৪০টি গাড়ি নগরবাড়ী থেকে সিরাজগঞ্জ-বগুড়ায় এবং ৫০টি গাড়ি কাজীরহাট থেকে পাবনায় যাতায়াত করে থাকে। নগরবাড়ীর গাড়ি চলাচলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর মোটর মালিক সমিতি বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত ১১ নবেম্বর শাহজাদপুর মোটর মালিক সমিতি ও শাহজাদপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতারা নগরবাড়ীর বাস আটকে দেয়। পরের দিন ১২ নবেম্বর কাজীরহাটের বাসগুলোকে পাবনার বাস মালিক-শ্রমিকরা আটকে দেয়। এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে বেড়া-নগরবাড়ী-কাজীরহাট থেকে পাবনা-সিরাজগঞ্জ-বগুড়ায় সকল গাড়ী চলাচল বন্ধ করে দেয়া হয়। পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাহ আলম মুক্তি জানান, নগরবাড়ী এলাকার সকল গাড়ি শাহজাদপুর-উল্লাপাড়া হয়ে বগুড়ায় যাতায়াত করে থাকে। উল্লাপাড়ায় মোটর শ্রমিকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই এ দিকের গাড়িগুলোকে উল্লাপাড়ার ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেয়। চলতি বছর কমপক্ষে ৫ বার বাস চলাচল বন্ধের ঘটনা তারা ঘটিয়েছে। তাই আমরাও বাধ্য হয়ে সিরাজগঞ্জ ও বগুড়ার গাড়িগুলো বেড়া, নগরবাড়ী ও কাশীনাথপুরে ঢুকতে দিচ্ছি না। পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (নগরবাড়ী) এর সেক্রেটারি গোলাম নবী রতন জানান, পাবনার বাস শ্রমিকরা বেড়া এলাকার শ্রমিকদের সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করে থাকে। পাবনা থেকে বিভিন্ন সময়ে গাড়ির সিরিয়াল ভাঙ্গা হয়। এসব নিয়ে প্রায়ই বচসা লাগে।
×