ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শেষ পর্যন্ত বাঁধ নির্মাণে নামতে হলো নিজেদের

প্রকাশিত: ০৪:২৭, ১২ নভেম্বর ২০১৬

শেষ পর্যন্ত বাঁধ নির্মাণে নামতে হলো নিজেদের

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ নবেম্বর ॥ অবশেষে লোনা পানির প্লাবনের কবল থেকে আমন ফসল রক্ষায় বিধ্বস্ত স্লুইসসহ বেড়িবাঁধ নিজেদের উদ্যোগেই মেরামতে নেমেছে গ্রামবাসী। উমেদপুর গ্রামসহ সংলগ্ন চারটি গ্রামের কৃষক এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার সকাল থেকে বিধ্বস্ত এলাকা মেরামতের কাজ শুরু করেছে, যারা মাটি কাটার কাজে সরাসরি অংশ নিতে পারেনি তারা নগদ অর্থ দিয়ে শ্রমিক মজুরি বাবদ সহায়তা করছে। পানি উন্নয়ন বোর্ডের নীলগঞ্জ ইউনিয়নের ৪৬ নম্বর পোল্ডারের উমেদপুর গ্রামসংলগ্ন এক ভেন্টের স্লুইসসহ বেড়িবাঁধ প্রায় বছরখানেক আগে বিধ্বস্ত হয়। ইতোপূর্বেও গ্রামবাসী এক দফা নিজেদের উদ্যোগে বিধ্বস্তদশা মেরামত করেছিল। অস্বাভাবিক জোয়ারের তা-বে ফের ভেঙ্গে গেছে। এখন ভাঙ্গা অংশ দিয়ে লোনা পানি প্রবেশ করে উমেদপুর ছাড়াও উত্তর হলদিবাড়িয়া, দক্ষিণ হলদিবাড়িয়া, লস্করপুর, মোহনপুর ও হাকিমপুর গ্রামের কৃষিজমির ফসল লোনা পানিতে বিনষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় ইউপি মেম্বার হেমায়েত উদ্দিন উকিল জানান, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ডসহ সব জায়গায় ধর্ণা দিয়েছেন। কেউ কোন উদ্যোগ নেয়নি।
×