ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভুটানী রাষ্ট্রদূতের সাক্ষাত

বিবিআইএন গঠনের আঞ্চলিক গুরুত্ব রয়েছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৮, ৯ নভেম্বর ২০১৬

বিবিআইএন গঠনের আঞ্চলিক গুরুত্ব রয়েছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামোর আলোকে জলবিদ্যুত প্রকল্পের যৌথ উন্নয়ন এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তির কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করেছেন। মন্ত্রী বলেন, ভারত ও ভুটানের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতার আওতায় বাংলাদেশ ১১২৫ মেগাওয়াট দার্জিলিং জলবিদ্যুত প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশে সদ্য নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম টোবদেন রাবগায়ে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার অফিসে সাক্ষাতকালে তিনি একথা বলেন। খবর বাসসর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) গঠনে অঞ্চলে উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে এবং উপ অঞ্চলের সম্ভাবনা আমাদের জনগণের পারস্পরিক স্বার্থ বয়ে আনতে সক্ষম হবে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এ সময় আলী আশির দশকে ভুটানে তার কূটনৈতিক দায়িত্ব পালন এবং ভুটানে তার সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করেন। এ সময় তিনি ভুটানের রাজার বিশেষ করে চতুর্থ রাজার ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে ভুটানের নতুন রাষ্ট্রদূত তার দেশের পররাষ্ট্রন্ত্রীর শুভেচ্ছা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পৌঁছে দেন। ভুটানের রাষ্ট্রদূত তাদের দূতাবাস নিমার্ণের জন্য ঢাকায় একটি প্লট দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
×