ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিরপুর ১০ নম্বরে রাজউকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৮:২৬, ৯ নভেম্বর ২০১৬

মিরপুর ১০ নম্বরে রাজউকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা ও নকশাবিহীন ভবন নির্মাণ করায় রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি ভবন সিলগালা করে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে মিরপুর ১০ থেকে রোকেয়া সরণি পর্যন্ত পরিচালিত অভিযানে বেশ কয়েকটি ভবন সিলগালা ও অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে। রাজউকের অঞ্চল-৩ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব খন্দকার ওলিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৩১ নং ভবনের নিচ তলায় কার-পার্কিংয়ের স্থলে অননুমোদিত বাণিজ্যিক ব্যবহারের দায়ে ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির নিচ তলায় কাপড়ের শো-রুম ‘নকশা ফ্যাশন’, চশমার দোকান ‘বিউটিফুল অপটিকস্’, ‘এপেক্স’ ও ‘গ্রামীণফোন’-এর শো-রুম এবং ‘ডাচ্বাংলা’ ও ‘আইএফআইসি’ ব্যাংকের দুটি এটিএম বুথ ছিল। এটিএম বুথ ও শো-রুমগুলোকে ১৫ দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়। ২৩০ নং ভবনে ‘রেজা টাওয়ার’ এর সামনের ফুটপাথের ওপর অবৈধ সিঁড়ি ও র‌্যাম্প (গাড়ি ওঠার জন্য ঢালু সিঁড়ি) ভেঙ্গে ফেলা হয়। ২১৯ নং ভবনের গ্রাউন্ড ফ্লোরে কার-পার্কিংয়ের জায়গায় ‘নূর ট্রেডিং’ নামক একটি হার্ডওয়্যারের দোকান ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। হোল্ডিং নং ৮ এ ৬ তলা ভবন ‘সুমন প্লাজা’ এর গ্রাউন্ড ফ্লোরের নিচে বেজমেন্ট নির্মাণের লক্ষ্যে অবৈধভাবে মাটি খোঁড়ার কাজ চলছিল। রাজউকের ভ্রাম্যমাণ আদালত মাটি খোঁড়া বন্ধ করে পুনরায় মাটি ভরাটের জন্য নির্দেশ দেন। একই এলাকার হোল্ডিং নং ২০৩ ও ২০৩/১ নং ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবৈধভাবে পরিচালিত যথাক্রমে টাইলসের দোকান ‘গ্রেট ওয়ার’ ও দরজার দোকান ‘সোনার বাংলা’ ভেঙ্গে দেয়া হয়। ২০৩/এ নং ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অবৈধভাবে বাণিজ্যিক হিসেবে পরিচালিত ‘সোনার বাংলা’ আবাসিক হোটেল সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ১৮৪ নং ভবনের নিচ তলায় ‘ফাইবার প্যালেস’ নামক একটি টাইলসের দোকান এবং সামনের রাস্তা ও ফুটপাথের ওপর নির্মিত সিঁড়ি ভেঙ্গে ফেলা হয়। এছাড়া হোল্ডিং নং ১৮৩ এ কমার্শিয়াল ব্যবহারের অনুমোদন নিয়ে গার্মেন্টস্ ফ্যাক্টরি (ইন্ডাসট্রিয়াল ব্যবহার) চালানোর দায়ে ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ১ মাসের মধ্যে গার্মেন্টস্ ফ্যাক্টরি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়। রাজউকের এই উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।
×