ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ০৫:১৩, ৯ নভেম্বর ২০১৬

দেশব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশব্যাপী মাদকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। মাসব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় রাজধানীর ফার্মগেট বাসস্ট্যান্ডে। এতে দেশের প্রতিটি গণপরিবহনে (বাস, মিনিবাস ও সিএনজি চালিত থ্রী হুইলার) মাদকবিরোধী বিশেষ স্টিকার লাগানো হচ্ছে। এতে মাদকাসক্ত হওয়ার কারণ, মাদকের কুফল ও এ অভিশাপ থেকে মুক্ত থাকার সেøাগানসহ প্রয়োজনীয় অনেক তথ্যকণিকা রয়েছে। মাকদদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের নেতৃত্বে এ ক্যাম্পেইনের উদ্বোধনের পর পরিচালক (অপারেশন) তৌফিক আহমেদ সাংবাদিকদের জানান, এ কর্মসূচী চলবে গোটা নবেম্বর মাসজুড়ে। এতে শুধু মাদকাসক্তরাই উপকৃত হবে না, দেশের প্রতিটি অভিভাবক তাদের প্রিয়জনরা যাতে মাদকাসক্ত থেকে বিরত থাকে সে উপদেশও রয়েছে। এদিকে পরিদর্শক কামরুল ইসলাম জানান, প্রচারাভিযানের পাশাপাশি দেশব্যাপী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিশেষ অভিযানও চলবে। এজন্য প্রতিটি থানার এসি ল্যান্ড মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তাদের সহায়তায় থাকবে মাদকদ্রব্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি জানান, গত অক্টোবর মাসেই রাজধানীসহ দেশব্যাপী ১০১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্বার করা হয়েছে। আনন্দ উল্লাস বেসামরিক ইরাকী ও ইরাকী সেনাবাহিনীর সদস্যরা মসুল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে হাম্মাম আল-আলিল এলাকার একটি পুকুরে দল বেঁধে গোসল করছে। সম্প্রতি এই এলাকাটি ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনরায় দখল করে নেয় সেনাবাহিনী। -এএফপি বরফ আচ্ছাদন জামার্নির উত্তরাঞ্চলের হামবার্গের একটি উদ্যান বরফে আচ্ছাদিত হয়ে গেছে। এখানে আগত দর্শনার্থীরা এই বরফের ওপর দিয়েই হেঁটে চলছেন। -এএফপি
×