ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৪, ৭ নভেম্বর ২০১৬

টুকরো খবর

বকেয়া বেতন দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৬ নবেম্বর ॥ মির্জাপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া ৪৪ দফতরি-কাম প্রহরী বেতনের দাবিতে মানববন্ধন করেছেন। উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে রবিবার সকালে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে মির্জাপুর উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিসহ কয়েকটি জেলার দফতরিরা যোগ দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বকেয়া বেতন পরিশোধের দাবিতে বক্তৃতা করেন উপজেলার হিলড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নাছির মিয়া, গোড়াকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জামাল মিয়া, কহেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেলিম মিয়া, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কালদহ পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দফতরি শহিদুল ইসলাম, বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার নিজকর্নিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নাজিমুল ইসলাম, দিনাজপুর উপজেলা খানসামা উপজেলার বাশুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সোহরাব উদ্দিন প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী দফতরি-কাম প্রহরীদের কাছ থেকে জানা গেছে, তারা গত বছর এপ্রিলের ১ তারিখে স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর সংবলিত নিয়োগপত্র পান। নিয়োগপত্র পেয়ে তারা কর্মস্থলে যথারীতি কর্মরত রয়েছেন। কিন্তু দীর্ঘ ২০ মাস অতিবাহিত হলেও দফতরি-কাম প্রহরীরা অদ্যাবধি কোন বেতন-ভাতা পাননি। কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৬ নবেম্বর ॥ কেরানীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আব্দুল গনি সভাপতি ও আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার শফিক চৌধুরী ফল ঘোষণা করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেনÑ সহসভাপতি মোস্তফা কামাল, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, কার্যনির্বাহী সদস্য কালিম সান্টু ও রাকিব হোসেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মোক্তার হোসেন ও দফতর সম্পাদক পদে কাজী আবুল বাশার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউর রহমান ও সুলতান মাহমুদ সমান ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হয়েছেন। শিক্ষার্থীদের হাতে তিন শিক্ষক প্রহৃত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার কলেজের তিন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ৯টায় পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের হোস্টেল ভবনের নিচে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে বশির আলম ও আলম নামে দুই শিক্ষক প্রহৃত হন। একই সময়ে ছাত্ররা শিক্ষক মিলনায়তনে ঢুকে অপর শিক্ষক এনামুল হককেও পিটিয়ে আহত করেছে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। এইচএসসি মূল্যায়ন পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের বনিবনা না হওয়ার এ ঘটনার সূত্রপাত বলে একাধিক সূত্রে জানা গেছে। কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন, ২য় বর্ষের শিক্ষার্থীরা এইচএসসি মূল্যায়ন পরীক্ষা বানচাল করতে কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। দোকান ভাংচুর ও লুট নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ নবেম্বর ॥ পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে এক ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। রবিবার ভোরে উপজেলার তারাকান্দি বাজারের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত বজলুর রহমান এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি স্থানীয় তাইজুল ইসলাম সাগরসহ অজ্ঞাত ১৪-১৫ জনকে অভিযুক্ত করেছেন। অভিযোগে উল্লেখ করেন, পূর্বশত্রুতার জেরে তাইজুল ইসলাম সাগরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভোরে দেশীয় অস্ত্রাদি নিয়ে তার দোকানঘর ভাংচুর করে এবং ক্যাশবাক্স থেকে ৪-৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বাকপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ নবেম্বর ॥ বাক্প্রতিবন্ধী তরুণী জেসমিন আক্তার ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের বাড়ি থেকে জেসমিন আক্তার ১ নবেম্বর সকালে বের হয়ে নিরুদ্দেশ হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে। বাগাছাসের বিক্ষোভ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ নবেম্বর ॥ গারো নারী ধর্ষণকারীর সর্বোচ শাস্তি ফাঁসি এবং তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। রবিবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাগাছাস শেরপুর জেলা শাখার সভাপতি সুদর্শন মারাক। অবসরপ্রাপ্ত কর্মচারীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পেনশনারদের মূল বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরা রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধন চলাকালে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হুমাউন কবির, সহিদুল ইসলাম, আবুল খায়ের প্রমুখ। শিক্ষার্থীর চিকিৎসায় অর্থ সহায়তা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ নবেম্বর ॥ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্রীর চিকিৎসার জন্য তিন লাখ টাকা অনুদান দিয়েছে শেরপুর জেলা পুলিশ। রবিবার দুপুরে চিকিৎসাধীন ছাত্রী সপ্তর্ষী সাহার পিতার হাতে অনুদানের চেক তুলে দেন শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম। ওই সময় পুলিশ সুপার পতœী বিবি হাওয়া ও অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদারসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে সপ্তর্ষী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৪১ বাড়ি আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের নর্ত্তডাঙ্গী গ্রামে ১৫ লাখ টাকা ব্যয়ে ৪১ বাড়িতে শনিবার রাতে বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, নুর ইসলাম, মোমিনুল ইসলাম বিশ^াস, আলহাজ বদিউজ্জামান পান্না প্রমুখ।
×