ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এখন ঘরে বসেই মিরাজের খেলা দেখতে পারবেন তার দাদি

প্রকাশিত: ০৫:৫৫, ৬ নভেম্বর ২০১৬

এখন ঘরে বসেই মিরাজের খেলা দেখতে পারবেন তার দাদি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মভিটায় বসবাস করা তার দাদির ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জরুরী ভিত্তিতে ওই বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়। বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের বাড়িতে থাকা মিরাজের স্বজনরা জানান, দীর্ঘদিন পর দ্রুততার সঙ্গে সংযোগ দেয়ায় এখন তাদের ঘরে বিদ্যুতের আলো জ্বলছে। এখন থেকে তারা ঘরে বসেই টিভিতে মিরাজের খেলা দেখতে পাবেন। অপরদিকে শনিবার সকালে বাকেরগঞ্জের পৈত্রিক বাড়িতে এসেছেন ক্রিকেটার মিরাজের পিতা জালাল হোসেন তালুকদার। এ সংবাদ পেয়ে বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা এবং স্থানীয়রা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, বিদ্যুত সংযোগ না পাওয়ায় আউলিয়াপুরের গ্রামের বাড়িতে বসবাস করা ক্রিকেটার মিরাজের দাদি ঘরে বসে টিভিতে নাতির খেলা দেখতে পারেননি। এ সংক্রান্ত একটি সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সর্বত্র তোলপাড় শুরু হয়। বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের। ফলে দ্রুত মিরাজের দাদির ঘরে বিদ্যুত সংযোগের ব্যবস্থা করেন বিদ্যুত অফিসের কর্মকর্তারা।
×