ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

ইউটিউব থেকে আয় করা যায়

প্রকাশিত: ০৬:৪৭, ৫ নভেম্বর ২০১৬

ইউটিউব থেকে আয় করা যায়

বেশিরভাগ মানুষ ইউটিউব ব্যবহার করে সম্পূর্ণ মজার খোড়াক হিসেবে। কেউ ব্যবহার করে নিজের বিভিন্ন ক্রিয়েটিভিটি প্রদর্শন করে রাতারাতি খ্যাতি পাওয়ার জন্য আবার কেউ এটি ব্যবহার করে নিজের এবং বন্ধুবান্ধবের একান্ত কিছু স্মৃতি ধরে রাখার জন্য সারাজীবন। কিংবা কেউ হয়ত বিদেশে থাকা প্রিয়জনের কাছে নিজের বিশেষ আয়োজন বা মুহূর্ত পৌঁছে দেয় ইউটিউবে আপলোড করা একটি ভিডিওর মাধ্যমে। কিন্তু যেসব মানুষ প্রতিনিয়ত ইউটিউব ব্যবহার করে শুধু শখেরবশে তারা জানেই না যে আপনার আপলোড করা এই ভিডিও অনায়াসে হতে পারে আপনার আয়ের উৎস। খুব সহজ-সাধারণ কিছু নিয়ম অনুসরণ করে অনলাইনের আয়ের যেকোন ক্ষেত্র থেকে অনেক দ্রুত আয় করা যায় ইউটিউব থেকে। শুধু জানতে হয় আয়ের সঠিক পথ। ইউটিউব থেকে আয় করুন এ্যাডসেন্স দিয়ে এটাই ইউটিউব থেকে আয় করার সব থেকে জনপ্রিয় এবং বড় মাধ্যম। আমরা জানি যে, ইউটিউব হচ্ছে গুগলের একটি সেবা। আবার গুগল এ্যাডসেন্স ও গুগলের। তাই ইউটিউবের ব্যাপারে গুগলের প্রাধান্য অনেক। এমনকি আপনি মাত্র কয়েকটা ছোট ভিডিও দিয়েই একটি এ্যাডসেন্স এ্যাকাউন্ট এ্যাপ্রুভ করাতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার, এ্যাডসেন্স এ্যাপ্রুভাল পাওয়ার জন্য ইউটিউব হচ্ছে অন্যতম সহজ একটি পদ্ধতি। সেরা আর্নাররা শুধু ইউটিউব এ্যাডসেন্স ব্যবহার করে মাসে কয়েক লাখ ডলার পর্যন্ত আয় করে থেকে! নিজের পণ্য বিক্রি করে ধরুন, আপনার নিজের একটা ফ্যাশন হাউস আছে। এখন আপনি যদি নতুন ফ্যাশন ট্রেন্ডজ সম্পর্কে কিছু ভিডিও তৈরি করেন এবং সঙ্গে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছুটা রিভিউ যুক্ত করে আপলোড করেন তবে ইউটিউব হতে পারে আপনার নিজের পণ্য মার্কেটিংয়ের সব থেকে বড় মাধ্যম। এখন আপনি বলতে পারেন যে এভাবে কতজনইবা কিনতে পারে। কিন্তু আপনি জানেন কি, ইউটিউবে আপনি কি পরিমাণ ভিসিটর পেতে পারেন? যেকোন বিষয়ের ওপর ভিডিওগুলোর ভিউ থেকে আপনি সহজেই তা বুজতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ওয়েব সার্চের তাবৎ ক্রয়যোগ্য (অর্থাৎ যে কীওয়ার্ডগুলো দিয়ে মানুষ কোন প্রোডাক্ট কেনার জন্যই সার্চ করে) সার্চের বেশিরভাগই ইউটিউবে হয়। মানে কেউ কোন পণ্য কেনার জন্য মনস্থির করলে সেই পণ্য সম্পর্কে জানতে বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউব ভিডিওই দেখে থাকে। এ্যাফিলিয়েট প্রোডাক্টের রিভিউ করে এটি ইউটিউব ব্যবহারের আরেকটি জনপ্রিয় মাধ্যম। এক্ষেত্রে মানুষ আমাজন বা অন্য কোন এ্যাফিলিয়েট নেটওয়ার্কের পণ্যের এ্যাফিলিয়েশন করে থাকে। সাধারণত নিজের এ্যাফিলিয়েট লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেয়া হয় এবং ভিডিওতে সেই প্রোডাক্ট সম্পর্কে রিভিউ প্রদান করা হয়। সেই ভিডিও থাকাকালীন কেউ যদি ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে কোন পণ্য ক্রয় করে থাকে তবে এ্যাফিলিয়েটর কমিশন পায়। এভাবে এ্যাফিলিয়েশন করলে খুবই কম খরচে বা বিনা খরচে আপনি সহজেই মাস গেলে অনেক টাকা কামিয়ে নিতে পারবেন। ইউটিউবের পার্টনার হোন বর্তমানে পৃথিবীব্যাপী ১৫ হাজারেরও বেশি ইউটিউব পার্টনার আছে। পার্টনাররা ভাড়ার ভিত্তিতে ভিডিও অভারলেয় করে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং আয় ইউটিউবের সঙ্গে ভাগাভাগি করে নেয়। তাদের অনেক সময় ব্র্যান্ডদের এন্টারটেনার বা ভিডিও মার্কেটার হিসেবে হায়ার করাও হয়ে থাকে। অনেক সময় একটা ব্র্যান্ডের জন্য বিশেষ ভিডিও তৈরি করেও এরা অনেক টাকা উপার্জন করে। আপনার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক বিক্রি করুন এটা অনেক মজার একটা আয়। ধরুন যেকোন বিষয়ের ওপর আপনার একটা ভিডিও ইউটিউবে প্রথম দিকে আছে। সে মুহূর্তে এ ধরনের প্রোডাক্ট যাদের আছে আপনি চাইলেই তাদের কাছে এককালীন অথবা দীর্ঘমেয়াদী শর্তে একটা লিঙ্ক বিক্রি করতে পারেন যা আপনার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। কয়েকটা ভিডিওতে এসব করেই আপনি এভাবে লিঙ্ক বিক্রি শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে ভিডিওতে অবশ্যই ভালমানের ভিসিটর থাকতে হবে আর এভাবে লিঙ্ক দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইট বা ওয়েবব্লগেও প্রচুর পরিমাণ ট্রাফিক আনতে পারেন। এ ধরনের আরও কিছু উপায় আছে ইউটিউব থেকে আয় করার। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কাজ করার মানসিকতা। নিয়মিত কাজ করলে যেকোন উপায়েই আপনি আয় করতে পারবেন। কিংবা আপনি নিজেও আরও উপায় খুঁজে পাবেন আয় করার।
×