ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঢাকায় আহলে সুন্নাতের জঙ্গীবাদবিরোধী সমাবেশ ১২ নবেম্বর

প্রকাশিত: ০৫:৫৮, ৪ নভেম্বর ২০১৬

ঢাকায় আহলে সুন্নাতের জঙ্গীবাদবিরোধী সমাবেশ ১২ নবেম্বর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১২ নবেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচীর কথা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক মওলানা এমএ মতিন, মওলানা স.উ.ম আবদুছ সামাদ, মওলানা এমএ মান্নান, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্য সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। পাশাপাশি বিশ্বব্যাপী চলমান মুসলিম গণহত্যা বন্ধের দাবিকে জোরদার করা এবং ইসলামের শান্তির বাণী সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত কর্মসূচী ঘোষণা করা হবে ওই মহাসমাবেশ থেকে। আহলে সুন্নাত নেতা এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে সুফীবাদের অনুসারী সুন্নী মুসলমানদের যুগান্তকারী সমন্বিত আন্দোলন হিসেবেই আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি আত্মপ্রকাশ করেছিল। ২০১৩ সালে চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয় জঙ্গীবাদের বিরুদ্ধে সুন্নী মহাসমাবেশ। সে সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল। আগামী ১২ নবেম্বর অনুষ্ঠিত এ সমাবেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাখো মানুষের সমাগম ঘটবে। আহলে সুন্নাত নেতৃবৃন্দ বলেন, ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশে উগ্রবাদ বা জঙ্গীবাদের কোন স্থান নেই। দেশের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেয়ার কর্মসূচী দেয়া হবে। বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ অনুশীলন কাল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ১৪ দিনব্যাপী যৌথ অনুশীলন সম্প্রীতি-৭ আগামীকাল ৫ নবেম্বর থেকে ১৮ নবেম্বর পর্যন্ত টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এক্সারসাইজ সম্প্রীতি-৭ নামে এই অনুশীলনের মূল বিষয়বস্তু সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও দুর্যোগ মোকাবেলা। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনীর সঙ্গে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অনুশীলন পরিচালনা করে থাকে।- আইএসপিআর
×