ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে সকাল বিকাল সংলাপের প্রয়োজন নেই ॥ কুষ্টিয়ায় ইনু

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ অক্টোবর ২০১৬

নির্বাচন নিয়ে সকাল  বিকাল সংলাপের প্রয়োজন নেই ॥ কুষ্টিয়ায় ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ অক্টোবর ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে সকাল বিকাল সংলাপের প্রয়োজন নেই। কারণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোন সঙ্কট নেই। নির্বাচন বা গণতন্ত্র কোনটিই সমস্যা নয়। সমস্যা হলো জঙ্গীবাদ ও এদের সঙ্গী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বার বার গণতন্ত্রের টুপি মাথায় নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। জঙ্গী, সন্ত্রাস ও হেফাজতে ইসলামের তা-বকে তিনি সমর্থন করেছেন। জঙ্গী সন্ত্রাসীদের রক্ষা করতে বিবৃতি দিয়েছেন। এভাবেই বার বার উনি জঙ্গীদের প্রধান পৃষ্ঠপোষক, সঙ্গী এবং প্রধান রক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ফলে গণতন্ত্রের টুপি পরলেও বেগম খালেদা জিয়া আর জঙ্গীরা আলাদা নয়। হাসানুল হক ইনু শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ায় মিরপুর মহিলা কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জঙ্গী উৎপাদন ও জঙ্গী সন্ত্রাসী আবর্জনার কেয়ারটেকার। জঙ্গীর সঙ্গী হয়ে বেগম জিয়া গণতন্ত্র উদ্ধারের কথা বলবেন আর আমরা শুনব সেটা হয় না। গণতান্ত্রিক মানুষের সঙ্গে সংলাপ হতে পারে তবে বিএনপি ও বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন আলোচনা হবে না। পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
×