ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বালু উত্তোলন

মাতামুহুরীর ভাঙ্গনের কবলে দুই শতাধিক বাড়ি

প্রকাশিত: ০৬:১৫, ২৯ অক্টোবর ২০১৬

মাতামুহুরীর ভাঙ্গনের কবলে দুই শতাধিক বাড়ি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিযোগিতা চলছে। নদী থেকে বালু উত্তোলন সংক্রান্ত সরকারী নীতিমালা থাকলেও বালু বিক্রেতারা কিছুই মানছে না। দলের নাম ভাঙ্গিয়ে সাকের উল্লাহর নেতৃত্বে সিন্ডিকেট গঠন করে অসাধু চক্র এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে নদীভাঙ্গনের কবলে পড়েছে দুই শতাধিক বসতবাড়ি। হুমকির মুখে পড়েছে নির্মিতব্য পাউবো’র দেড় কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের কাজ। পাউবো’র নির্মাণ কাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অভিযোগ করেছেন, প্রতিরক্ষা উন্নয়ন কাজের প্রকল্প এলাকা ঘেঁষে মাতামুহুরী নদী থেকে বছর ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে গত বর্ষা মৌসুমে প্রকল্প এলাকায় নদীর তীরে ব্যাপক ভাঙ্গনের শুরু হয়। বালু উত্তোলন বন্ধ না হলে এ বছরও পানি উন্নয়ন বোর্ডের নির্মিতব্য প্রতিরক্ষা কাজটি যথাসময়ে সমাপ্ত করতে পারবে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে করে এলাকার লোকজন নতুন করে ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। বালু ব্যবসায়ী সাকের উল্লাহ বলেন, মাতামুহুরী থেকে এভাবে বালু উত্তোলনে প্রশাসনের কোন ধরনের অনুমতি নেই। আমি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক প্যানেল চেয়ারম্যান। তাই আমার সরকারের আমলে ব্যবসা করতে প্রশাসন থেকে অনুমতি নেয়ার দরকার কি। তিনি বলেন, বালু মূলত উত্তোলন করা হচ্ছে সরকারী উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য। আমরা বাইরে ব্যবসা করছি না। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ইতোপূর্বে একবার লোক পাঠিয়ে নির্দেশ দেয়া হয়েছিল। বালু উত্তোলন অব্যাহত রাখলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×