ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটের তিনতলা থেকে লাফিয়ে পড়ে পোড়া রোগী পালিয়েছে

প্রকাশিত: ০০:৩৭, ২৬ অক্টোবর ২০১৬

ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটের তিনতলা থেকে লাফিয়ে পড়ে পোড়া রোগী পালিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তিন তলা থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক রোগী পালিয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বার্ন ইউনিটে তিনতলা থেকে পড়েন এক পোড়া রোগী। পরে কয়েকজন তাকে ধরে ফেলেন। এ সময় পোড়া রোগী আনোয়ার বলেন, আমি দিনমজুরের কাজ করি। আমাকে আনসার সদস্যরা বের হতে দেয় না। এটুকু বলেই আনোয়ার আবার দৌড়ে পালিয়ে যান। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পালিয়ে গেলে আমাদের কি করার আছে। আমরা পোড়া রোগীদের চিকিৎসা দেই। তার না করলে আমাদের কি করার আছে। এতে তার ক্ষতি হয়েছে। ডিএমসির আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার আব্দুল কাদের জানান, ১৭ অক্টোবর রাতে ভর্তি হন আনোয়ার। ইলেকট্রিক বার্নে তার শরীরের ২০ শতাংশ পুড়ে যায়। তিনি চতুর্থ তলায় বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।
×