ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ ১৫ জনের সাক্ষ্য নিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:৫১, ২৬ অক্টোবর ২০১৬

শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ ১৫ জনের সাক্ষ্য নিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৫ অক্টোবর ॥ পিয়ার সাত্তার আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে উঠবস করানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে দ্বিতীয় দিনে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত, উপজেলা প্রশাসন, চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সার্কিট হাউসে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান তাদের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য শেষে বেরিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত জানান, আমাকে যে অপমান করেছে সেটি গণমাধ্যমে আপনারা দেখেছেন, সে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি তদন্ত কমিটির কাছে। তিনি বলেন, ধর্ম নিয়ে কটূক্তির কথা বলার প্রশ্নই ওঠে না, এটা অতিরঞ্জিত কথা। এটা পলিটিক্যাল ট্রিক্স বা পলিটিক্যাল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, তদন্ত কমিটি আমার পদত্যাগ কেন হলো, আমার সঙ্গে এমন দুর্ঘটনা কেন ঘটল- এসব বিষয়ে জানতে চেয়েছে। আমি তদন্ত কমিটির কাছে সবকিছু তুলে ধরেছি। এদিকে সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনেও শ্যামল কান্তি ভক্তের শাস্তির দাবিতে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে সেলিম ওসমানের অনুগতরা। মঙ্গলবার জেলা সার্কিট হাউসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে প্রথমে সাক্ষ্য দেন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব, সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) মোঃ মাসুদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান মিজু, প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দেন শাহীন মিয়া, তাজুল ইসলাম, আসাদ মিয়া, আবুল হাশেম ও আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, গত ১৩ মে বন্দর উপজেলার কল্যানদীতে পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় অবমাননার কটূক্তির অভিযোগ এনে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারীরিকভাবে নির্যাতন ও স্থানীয় জাপা (এ) দলীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে উঠবস করানোর ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
×