ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে ফখরুলের অভিনন্দন

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ অক্টোবর ২০১৬

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে ফখরুলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী? লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির ?মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে চলচ্চিত্রকার প্রয়াত চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাজ করবেন। তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, কাউন্সিলে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলবে। কিন্তু গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কথা আওয়ামী লীগের কাউন্সিলে বলা হয়নি। অবশ্য আওয়ামী লীগ নিখুঁতভাবে বড় একটি কাউন্সিল করেছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমাদের ভয়কে জয় করতে হবে। সোচ্চার হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। চারিদিকে অন্যায়ের উৎসব শুরু হয়েছে, তাই আর বসে থাকলে হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে জনগণের চাহিদা পূরণ হয়নি। ফখরুল বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র ফিরিয়ে আনার নির্দেশনা পাওয়া যায়নি। যার ফলে গণতন্ত্র আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তিনি বলেন, দেশ কারাগারে পরিণত হয়েছে। যারা কারাগার থেকে বের হতে চান তারা সবাই ঐক্যবদ্ধ হন। কারণ এর জন্য আমাদের অনেক কাজ করতে হবে। তিনি বলেন, চাষী নজরুল সাংস্কৃতিক আন্দোলনের কথা ভাবতেন সব সময়। এর জন্য আমি বেশ কয়েকবার তার সঙ্গে বসেছি। আন্দোলনের বিষয়বস্তু নিয়েও অনেক আলোচনা হয়েছে। তবে তিনি চলে যাওয়ার কারণে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ।
×