ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পটিয়া পৌরএলাকা

বর্জ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে

প্রকাশিত: ০৩:৫০, ২৪ অক্টোবর ২০১৬

বর্জ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে

বিকাশ চৌধুরী, পটিয়া, ২৩ অক্টোবর ॥ ডাস্টবিনের বর্জ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে চট্টগ্রামের পটিয়া পৌরসভায়। পৌর সদরের গুরুত্বপূর্ণ ডাস্টবিনগুলো সময়মত পরিষ্কার না করায় দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। তার মধ্যে কয়েকটি ডাস্টবিন এখন বর্জ্যরে ভাগাড়ে রূপ নিয়েছে। পৌর কর্তৃপক্ষের অবহেলায় এসব বর্জ্য এখন চলাচল রাস্তায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও এলাকার হাজারও নারী-পুরুষ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া মুন্সেফ বাজার ও কামাল বাজার এলাকায় যে বড় দুইটি ডাস্টবিন রয়েছে তা নিয়মিত পরিষ্কার না করায় এই দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধযুক্ত বর্জ্য অপসারণ করতে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু অপসারণ হয়নি বলে স্থানীয়রা জানান। তবে পৌর কর্তৃপক্ষের দাবি বর্জ্য অপসারণের গাড়ি নষ্ট ও দৈনিক বেতনের শ্রমিক না পাওয়ায় বর্জ্য অপসারণ কাজ বিঘিœত হচ্ছে। পৌরসভা ও সরেজিমন ঘুরে দেখা গেছে, প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভায় ২২০ ডাস্টবিনের মধ্যে ৩০ ডাস্টবিন বৃহৎ আকারের। এই সব ডাস্টবিন থেকে বর্জ্য অপসারণ করতে দৈনিক বেতনে ১৪-১৫ শ্রমিক কাজ করে থাকেন। গত কিছুদিন ধরে গাড়ি ও শ্রমিক সমস্যার কারণে বর্জ্য অপসারণ না হওয়ায় বড় ডাস্টবিনগুলোতে দুর্গন্ধযুক্ত বর্জ্য পড়ে রয়েছে। এসব বর্জ্য থেকেই মূলত দুর্গন্ধ ছড়াচ্ছে। কামাল বাজারস্থ স্টেশন রোড জামে মসজিদের ৫০ গজ দক্ষিণে রয়েছে বড় একটি ডাস্টবিন। এখানে ব্যবসায়ী ছাড়াও পার্শ্ববর্তী রেলওয়ের স্টাফ কোয়ার্টারের ময়লা-আবর্জনা ফেলা হয়। বসতঘরের একটি কলোনি, রেলওয়ের স্টাফ কোয়ার্টার ও ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা ডাস্টবিন থেকে বর্জ্য অপসারণ না হওয়ায় তা উপচে পড়ে কামাল বাজারের চলাচল রাস্তায় পড়ে রয়েছে। রেলওয়ের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা লক্ষ্মী রানী দে বলেন, দুর্গন্ধযুক্ত বর্জ্যরে কারণে এলাকার পরিবেশের ক্ষতি হচ্ছে। দিনে ও রাতে তারা ঘুমাতে পারছে না। দুর্গন্ধের কারণে এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। এসব বর্জ্য অপসারণ করতে পৌর কর্তৃপক্ষকে প্রায় সময় বলা হলেও বিভিন্ন অজুহাতে তারা অপসারণ করছে না। পটিয়া বিসিক শিল্প নগরীর আরেফিন টেক্সাইল মিলের জেনারেল ম্যানেজার যদুরঞ্জন চৌধুরী বলেন, বিসিক শিল্প নগরীর ডাস্টবিন থেকে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় না। পটিয়া পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্ন পরিদর্শক অরজিত কুমার দে বলেন, ডাস্টবিন থেকে বর্র্জ্য অপসারণের যে গাড়িটি ছিল তা সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ায় একটু সমস্যায় পড়তে হয়েছে। তাছাড়া দৈনিক ১৮০-৯০ টাকা বেতনে শ্রমিক না পাওয়ায় বর্জ্য অপসারণ কাজ বিঘিœত হচ্ছে। বিকল্প গাড়ি ভাড়া করে এসব বর্জ্য শীঘ্রই অপসারণ করা হবে বলে জানান।
×