ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চলন্ত ট্রেনের সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল তিন শিশুর

প্রকাশিত: ০৫:৩০, ১৭ অক্টোবর ২০১৬

চলন্ত ট্রেনের সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল তিন  শিশুর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া অফিস ॥ রবিবার সকালে চলন্ত ট্রেনের সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তিন শিশু। এরা হল পারভেজ (১২), শুভ (১০) ও রিপন (১১)। ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাক্ষণবাড়িয়ার ভাদুঘর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টায় ভাদুঘর ভূইয়াপাড়ার আনিছ মিয়ার পুত্র পারভেজ (১২), কাউসার মিয়ার পুত্র শুভ (১০) ও সোহাগ মিয়ার পুত্র রিপন (১১) বাড়ির পাশেই রেললাইনে সেলফি তুলতে যায়। চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটির সেলফি তোলার সময় বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই পারভেজ ও শুভ নিহত হয়। মারাত্মক আহত হয় রিপন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে ভর্তির পর ঢাকা পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জিআরপি থানার এস আই সানাউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরত হাল রিপোর্ট প্রস্তুত করে। রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
×