ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল গোয়া যাচ্ছেন

প্রকাশিত: ০৫:২৬, ১৫ অক্টোবর ২০১৬

ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল গোয়া যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল রবিবার ভারতের গোয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি কাল সকাল আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি বেলা পৌনে ১১টায় (ভারতীয় সময়) গোয়া পৌঁছবেন। প্রধানমন্ত্রী রবিবার বিকেলে ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। গোয়ায় অনুষ্ঠেয় ১৫-১৬ অক্টোবর দুই দিনব্যাপী এই সম্মেলনের থিম হচ্ছে- ‘ব্রিকস-বিমসটেক : একটি অংশীদারিত্বের সুযোগ।’ ভারত সফরকালে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা এবং নেপালী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কোপারেশন) পদ্মা জয়সবাল এবং মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সামিনা নাজ গোয়া নৌ-বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবেন। সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী বব ডিলানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকান কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলান মর্যাদাপূর্ণ নোবেল সাহিত্য পুরস্কার লাভ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বব ডিলানের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন। বব ডিলান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখেন। তিনি মুক্তিযুদ্ধে বাস্তুচ্যুত শরণার্থীদের বিশ্বের সামনে তুলে ধরতে এবং অর্থ ও ওষুধ সরবরাহ করার লক্ষ্যে ১৯৭১ সালে ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন এবং সেতার বাদক রবি শংকর মিলে একটি কনসার্টের আয়োজন করেন। সেদিন ৪০ হাজার মানুষের সামনে বিকেলে ও সন্ধ্যায় দু’টি কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে আরও যে সব তারকা শিল্পী সঙ্গীত পরিবেশন করেছিলেন তারা হলেন- জর্জ হ্যারিসন, এরিক ক্ল্যাপটন, রবি শংকর, লিয়ন রাসেল, রিংগো স্টার, বিলি প্রিস্টন, আলী আকবর খান, আল্লা রাখা, ক্লস ভুরম্যান এবং বেডফিঙ্গার।
×