ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এবার অর্থনীতিতে নোবেল পেলেন হার্ট ও হোমস্ট্রম

প্রকাশিত: ০৬:০০, ১১ অক্টোবর ২০১৬

এবার অর্থনীতিতে নোবেল পেলেন হার্ট ও হোমস্ট্রম

জনকণ্ঠ ডেস্ক ॥ চুক্তিতত্ত্ব নিয়ে গবেষণা করে অর্থনীতিতে নোবেল জিতলেন যুক্তরাজ্যের অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্গট হোমস্ট্রম। রয়্যাল সুইডিশ এ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার এই পুরস্কারের জন্য অলিভার হার্ট ও হলস্ট্রামের নাম ঘোষণা করে। খবর বিবিসি ও এএফপির। নোবেল কমিটি বলেছে, চুক্তিতত্ত্ব নিয়ে এই দুই গবেষকের কাজ শীর্ষ নির্বাহী পদের ব্যক্তিদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বেতন নির্ধারণের মতো বিষয় বুঝতে সহায়ক হবে। নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই গবেষকের মধ্যে ভাগ করে দেয়া হবে। নিয়ম অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। ১৯৪৮ সালে জন্ম নেয়া অলিভার হার্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। বেঙ্কট হলস্ট্রম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতি ও ব্যবস্থাপনার অধ্যাপক। এর আগে গত সপ্তাহে নোবেল কমিটি চিকিৎসা, পদার্থ, রসায়ন ও শান্তিতে পুরস্কার ঘোষণা করে। নোবেল পাওয়ার খবরে অলিভার হার্ট বলেন, নোবেল পাওয়ার খবরে আমার ঘুম ভাঙ্গে। এর পর আমি আমার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করি। এবং আমার ছোট ছেলেকে ঘুম থেকে জাগিয়ে খবরটি দেই। ভোক্তার রুচি বিশ্লেষণ করে দারিদ্র্য নির্মূলের পথ দেখানোয় গতবছর অর্থনীতিতে নোবেল পান ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ এ্যাঙ্গাস ডিটন। আর বেঙ্কট হলস্ট্রম বলেন, আমি অত্যন্ত ভাগ্যবান। আর নোবেল কমিটির কাছে কৃতজ্ঞ।
×