ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

প্রকাশিত: ০৬:৩০, ১০ অক্টোবর ২০১৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ অক্টোবর ॥ মাইক্রোবাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিখিল কুমার নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার একডালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নিখিল কুমার সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এবং শহরের আলাইপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল কুমার প্রতিদিনের মতো চাঁদপুর এলাকায় প্রাইভেট টিউশনি করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাদারীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রবিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বৌলগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ও একজন আহত হয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজের কাছে টেকেরহাটগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তাতীকান্দা গ্রামের বাবুল শেখের ছেলে বিপ্লব শেখ (২৫) ঘটনাস্থলে মারা যায়। দিনাজপুরে শিশু স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, চিরিরবন্দর উপজেলায় রবিবার সকালে যাত্রীবাহী কোচের ধাক্কায় ফাহিম (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই শিশুর বাবা-মা। সকাল সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী নাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম বিরল উপজেলার জগতপুর কাচারীপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে। সে জগতপুর মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। জানা যায়, সকালে নুরুন্নবী নিজে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে স্ত্রী খাদিজা বেগম ও পুত্র ফাহিমকে নিয়ে ফুলবাড়ীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে আগত একটি কোচ তাদের ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়।
×