ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গ্যাস চুরি রোধে অভিযান

প্রকাশিত: ০৫:২৫, ১০ অক্টোবর ২০১৬

গ্যাস চুরি রোধে অভিযান

গ্যাস চুরি প্রতিরোধে কুমিল্লায় অভিযানে নেমেছে পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি. এর গঠিত উচ্চপর্যায়ের বিশেষ টিম। গত দুই সপ্তাহে মহাসড়কের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯টি সিএনজি স্টেশন বন্ধ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওইসব সিএনজি স্টেশন থেকে জরিমানাও আদায় করা হয়েছে। মিটার টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি, বিশেষ কায়দায় সিএনজি ফিলিংস্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস ভর্তি করে পাচার, বকেয়া বিল আদায়সহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে এ অভিযানে নামে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে সেলস ডিপার্টমেন্ট ও ভিজিল্যান্স টিম ৯ অক্টোবর’ সাকুরা সিএনজি স্টেশনে গ্যাস মিটারে অবৈধ হস্তক্ষেপের আলামত পাওয়ায় তাৎক্ষণিকভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি
×