ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী আরচারি প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত: ০৪:২২, ৯ অক্টোবর ২০১৬

সেনাবাহিনী আরচারি প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারি প্রতিযোগিতা-২০১৬ বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সমাপ্ত হয়েছে। ঘাটাইল এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল সাজ্জাদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন (চট্টগ্রাম অঞ্চল) দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। রংপুর অঞ্চল দলের সৈনিক মোঃ রবিউল ইসলাম প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তীরন্দাজ এবং চট্টগ্রাম অঞ্চল দলের সৈনিক মোঃ জুয়েল রানা শ্রেষ্ঠ নবীন তীরন্দাজ বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর সকল দলের খেলোয়াড় ছাড়াও শহীদ সালাউদ্দিন সেনানিবাসের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর বিমান বাহিনীর আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া শুরু চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানের আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া শনিবার শুরু হয়েছে। খবর বাসসর। মহড়া আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ১৯ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমানসমূহ আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে। বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখিত যুদ্ধবিমানের বৈমানিকগণ ও বিভিন্ন পদবির বিমান বাহিনীর সদস্যগণ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। ডিজিটাল ডটার টোকিও কম্পিউটার ল্যাব ‘সায়া’ নামের একটি ডিজিটাল ডটার তৈরি করেছে। গ্রাফিক ডিজাইনিং ব্যবহার তৈরি করা ডিজিটাল ডটার দেখতে একটি স্কুল পড়ুয়া শিশুর মতো। চলতি সপ্তাহে জাপানে একটি কনজ্যুমার ইলেকট্রনিক্স এক্সিবিশনে সায়ার এ্যানিমেটেড ভার্সন প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। -বিবিসি ঝুঁকি নেই নাইট শিফটে নাইট শিফটে কাজ করলে মেয়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে না বলে জানিয়েছেন লন্ডন ভিত্তিক একটি ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। তাদের সমীক্ষার ফল ২০০৭ সালে ডব্লিউএইচও’র দেয়া প্রতিবেদনের বিপরীত। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রাতে কাজ করলে যেহেতু দেহের সময় নিরূপণ সক্ষমতা ব্যহত হয় তাই এতে বিশেষ করে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। -এনডিটিভি
×