ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে চাল না দিয়ে কার্ড রেখে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:১০, ৮ অক্টোবর ২০১৬

ময়মনসিংহে চাল না দিয়ে কার্ড রেখে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সদরের ভাবখালি ইউনিয়নের নিযুক্ত ডিলার শহীদুল ইসলাম তালিকাভুক্ত হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ না করেই টিপসইয়ের কার্ড রেখে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বঞ্চিতদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ফাঁস হয় সরকারী বরাদ্দের এই চাল কেলেঙ্কারি। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশে ডিলারের গুদাম বন্ধসহ চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীকে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নে তালিকাভুক্ত ১৮৪৫ হতদরিদ্র পরিবারের মধ্যে প্রতিমাসে ৩০ কেজি হারে চাল বরাদ্দ দেয়া হয়। গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া এই কর্মসূচীর আওতায় চলতি অক্টোবর পর্যন্ত দুই কিস্তির চাল উত্তোলন করেছেন নিযুক্ত ডিলার শহীদুল ইসলাম। এর মধ্যে ১ম কিস্তির চাল বিতরণ পর্যায়েই হতদরিদ্রদের টিপসইয়ের কার্ড রেখে চাল না দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ভাবখালি ইউনিয়নের পণঘাঘরা গ্রামের অনিল চন্দ্র ঋষির স্ত্রী আলপনা রানীর নামে গত ৩০ সেপ্টেম্বর ৩০ কেজি চাল বিতরণ দেখানো হয়। অথচ আলপনা এই চাল পায়নি। টিপসইয়ের কার্ড রেখে তার নামে এই বরাদ্দ দেখানো হয়েছে। একই ইউনিয়নের বন্দমাদল গ্রামের রাজ আলীর পুত্র মজিবুর রহমানের টিপসইয়ের কার্ড রেখে দুই কিস্তির ৬০ কেজি চাল বিতরণ দেখানো হয়েছে। একই অভিযোগ করেছেন সুতিয়াখালি গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন, ভাবখালি গ্রামের হাসমত আলীর পুত্র আব্দুল কদ্দুস, উইনারপাড় গ্রামের মৃত কাছিম উদ্দিন ম-লের পুত্র মঞ্জরুল হক, পনঘাঘরা গ্রামের ভবেশ চন্দ্র ঋষির স্ত্রী লক্ষী রানীসহ অনেকে। অভিযোগ কার্ড রেখে চাল না দেয়ার প্রতিবাদ করতে গিয়ে উল্টো ডিলারের দুর্ব্যবহারের শিকার হয়েছেন অনেকে। ডিলার শহীদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ময়মনসিংহ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জসীম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাউফলে ডিলার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের দায়ে হাবিবুর রহমান সবুজ (৪২) নামের এক ডিলারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে কালাইয়া ইউনিয়নের ডিলার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, ওই দিন কালাইয়া ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওয়ার্ডের অধিকাংশ কার্ডধারী হতদরিদ্ররা চাল কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। এ খবর পেয়ে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সরেজমিন ওই ডিলারের গোডাউন ও দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ২৩ হতদরিদ্রের ৬৯০ কেজি চল কম পেলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন। পাঁচবিবিতে ১২ মণ চাল উদ্ধার ॥ আটক চার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে ১০ টাকার চাল বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। আটককৃতরা হলো আটাপুর গ্রামের আমিনুল ইসলাম, জুয়েল হোসেন, আমেনা বেগম ও আব্দুল মান্নান। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকালে স্থানীয় আটাপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যে চাল বিতরণ কর্মসূচী চলছিল। সংগৃহীত চাল বিক্রির অভিযোগে সেখান থেকে ১১টার দিকে চারজনকে আটক করে পুলিশ। এ সময় বিক্রি করা ১২ মণ চালও উদ্ধার করা হয়। ডোমারে ইউপি চেয়ারম্যানসহ চারজনের নামে মামলা স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, ‘দশ টাকার চালে জালিয়াতি’র ঘটনায় ডোমার উপজেলায় একটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ চার জনের নামে ডোমার থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিত্যুঞ্জয় রায় বর্মণ বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। সরকারী সম্পদ আত্মসাত ও প্রতারণার অভিযোগ এনে ওই মামলা দায়ের করা হয়। নওগাঁয় ব্যাপক অনিয়ম নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল পাওয়ার হতদরিদ্রের তালিকায় বিলাসবহুল দ্বি-তল ভবনের মালিকের নাম রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির পশ্চিম দূর্গাপুর গ্রামে। জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আব্দুল গফুর ম-লের ছেলে গোবরচাঁপা বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী এবং বিলাসবহুল দ্বি-তল ভবনের মালিক আমিনুর রহমান ওরফে পটুর নাম হতদরিদ্রের তালিকায় রয়েছে। ওই ইউপির গ্রামপুলিশ হতদরিদ্রের তালিকাভুক্ত ব্যক্তিদের কার্ড বিতরণকালে তার নাম প্রকাশ হয়ে পড়ে। পটু চাল উত্তোলন না করে তার এক ভাগিনাকে দিয়ে চাল উত্তোলন করেছেন।
×