ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রেমে সাড়া না দেয়ায় ছাত্রীকে হত্যার চেষ্টা ॥ দুই বখাটের দণ্ড

প্রকাশিত: ০৪:২০, ৭ অক্টোবর ২০১৬

প্রেমে সাড়া না দেয়ায় ছাত্রীকে হত্যার চেষ্টা ॥ দুই বখাটের দণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ অক্টোবর ॥ প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা করে দুই বখাটে ছাত্র। এ সময় শিক্ষার্থীরা ওই দুই ছাত্রকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ছাত্রকে এক বছর করে বিনাশ্রম করাদ- প্রদান করে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গার সরকারী কাজী মাহবল্লাহ কলেজ (কে এম কলেজ) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ ওই দুই ছাত্রকে কলেজ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ভ্রাম্যমাণ আদালতে দ-প্রাপ্তরা হলো- ওই কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী ও ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের আওয়াল মিয়ার ছেলে সবুজ মাতুব্বর ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ও ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সুজন মোল্যা। কলেজের একাধিক শিক্ষার্থী জানায়, বেশ কিছুদিন ধরে কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একাদশ শ্রেণীর ছাত্র সবুজ মাতুব্বর। তাকে সহযোগিতা করছিল দ্বাদশ শ্রেণীর ছাত্র সুজন মোল্যা। মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে সবুজ ও সুজন চাকু দিয়ে মেয়েটিকে কোপানোর চেষ্টা করে ও মুখের হেজাব টেনে ছিঁড়ে ফেলে। এ সময় মেয়েটি চিৎকার দিলে ছাত্ররা এসে দুই বখাটেকে চাকুসহ ধরে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। ৭ সৃজনশীল প্রশ্নের প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেএসসি ও এসএসসিতে সাতটি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে বৃহস্পতিবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। এতে যোগ দেয় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় সহস্রাধিক ছাত্রছাত্রী। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বছরের পর বছর পরীক্ষা-নিরীক্ষার তীব্র ক্ষোভ প্রকাশ করে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। বৃহস্পতিবার ছিল শিক্ষার্থীদের কর্মসূচীর দ্বিতীয় দিন। দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে শিক্ষার্থীরা এ সংক্রান্ত ফেস্টুন ধারণ করে।
×