ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ সেপ্টেম্বর ॥ ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার ভেতরে মাহাবুবুর রহমান (২২) নামের এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ‘স্নোটেক্স’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুবুর ধামরাইয়ের কেলিয়া এলাকার আক্কেল আলীর পুত্র। এ বিষয়ে খবর নিতে গেলে সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। তারা বলেন, ‘কারখানার ভেতরে শ্রমিকের মৃত্যু হয়েছে- তাতে আপনাদের কি? নিহত ওই শ্রমিকের পরিবারের সঙ্গে আমাদের মীমাংসা হয়ে গেছে।’ ওই কারখানার কয়েকজন শ্রমিক জানিয়েছেন, এ বিষয়ে আমরা কোন কথা বলতে পারব না। কারণ, কারখানা কর্তৃপক্ষ বলেছে- ‘তোমরা কেউ যদি এ বিষয়ে বাইরে কোন কথা বল, তাহলে তোমাদের বেতন না দিয়ে চাকরিচ্যুত করা হবে। পুলিশ জানায়, ওই শ্রমিক কারখানার ফ্লোরে পড়ে গিয়ে মাথা ফেঁটে মারা গেছে। দ্বি-বার্ষিক সম্মেলন সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘সংস্কৃতি হোক জাগরণের শক্তি’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে কেন্দুয়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর স্থানীয় উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদীচীর নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক ছড়াকার সঞ্জয় সরকার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রনেন সরকার। রাখাল বিশ্বাস এতে সভাপতিত্ব করেন সম্মেলনে রাখাল বিশ্বাসকে সভাপতি এবং মহিউদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দুয়া উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুত দাবি নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৯ সেপ্টেম্বর ॥ নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে রাঙ্গামটি শহরের বিশিষ্ট নাগরিক সমাজ বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ওইদিন সকালে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। লোডশেডিং, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত না থাকা, মেঘ ডাকলে বিদ্যুত চলে যাওয়া ও ঘনঘন বিদ্যুত বিভ্রাটের লুকোচুরি খেলার ফলে জেলাবাসী অতিষ্ঠ হয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। কাপ্তাই জল বিদ্যুত কেন্দ্র পুরোপুরি চালু থাকার পরও জেলাবাসীর কাছে বিদ্যুতের এই কষ্ট অসহনীয় হয়ে উঠেছে বলে আয়োজকেরা জানান। সম্প্রতি বিদ্যুত বিতরণ বিভাগে একজন নতুন প্রকৌশলী যোগদান করার পর থেকে জেলাবাসী বিদ্যুতের এই ভোগান্তিতে পড়েছে। বক্তব্য দেন রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি রেডক্রিসেন্ট সোসাইটির সাধাররণ সম্পাদক জিসেন বক্তেয়ার ও বিশিষ্ট লেখক ললিতচি চাকমা প্রমুখ। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পানিতে ডুবে মারা গেছে বড়বোন মিম (৬), আর অলৌকিকভাবে বেঁচে গেছে ছোটবোন মরিয়ম (৫)। শিশু মিম আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামের আল আমিন ফকিরের মেয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। জানা য়ায়, দুপুরে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল দুই বোন মিম ও মরিয়ম। এ সময় দুই বোন পানিতে পড়ে যায়। দুই বোনকে মা-বাবাসহ তাদের স্বজনরা খুঁজতে খুঁজতে বাড়ির পাশে পুকুরে ছোটবোন মরিয়মকে পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় মরিয়মকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও মিমকে তাৎক্ষণিক পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ডুবে থাকা মিমের মরদেহ উদ্ধার করেন তারা। ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৯ সেপ্টেম্বর ॥ হালসায় বুধবার রাতে দুটি স্বর্ণের দোকানে টাকা, স্বর্ণালঙ্কারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৪ নৈশপ্রহরী। আহতরা হচ্ছেনÑ নৈশপ্রহরী লালন হোসেন, আব্দুল হান্নান, ফজর আলী এবং আব্বাস আলী। আহতদের মধ্যে লালন হোসেন এবং আব্দুল হান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দোকানের মালিকরা জানান, বুধবার রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল সদর উপজেলার হালসা বাজারের মৌসুমী এবং জবেদা জুয়েলার্সের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ট্রাক ভিড়িয়ে দোকান দুটি থেকে টাকা, স্বর্ণালঙ্কারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাজারের নৈশপ্রহরীরা বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাত দল। স্কুলের জমি উদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকগণ। বৃহস্পতিবার দুপুরে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। অভিযোগ মতে বিদ্যালয়ের জমি দীর্ঘদিন থেকে প্রভাবশালী সাইফুল ইসলাম মুকুল ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে দখল করে নিয়ে ভোগ করছে। একাধিকবার জমি উদ্ধারের চেষ্টা করেও কোন ফল না হওয়া বিদ্যালয়ের শিক্ষক, ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উক্ত কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক গোলাম পাশা এলিচ, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, জাহিদ নয়ন, মাহিদুর চৌধুরী, প্রধান শিক্ষিকা লায়লা বেগম প্রমুখ। টাঙ্গাইলে এমপি রানার ফাঁসির দাবিতে মিছিল নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর ॥ জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় আমানুর রহমান খান রানা এমপিসহ সব আসামির ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির নেতৃত্বে শহীদ মিনার হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস প্রমুখ। কাঁচপুর গার্মেন্টসে হামলা ভাংচুর ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পনগরীর নয়াবাড়ি এলাকায় অনন্ত ড্যানিম টেকনোলজি নামে একটি গার্মেন্টেস কারখানায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজিত শ্রমিকরা ফ্যাক্টরির ৬ তলায় ভাংচুর চালায়। এ সময় শ্রমিকরা দুইজন শ্রীলঙ্কান নাগরিকসহ ৫ কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে। এতে শ্রমিক ও কর্মকর্তাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাটি কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। শ্রমিক ও পুলিশ জানায়, শ্রমিকরা অতিরিক্ত কাজ না করার দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারখানার ভেতরে অবস্থান নেয়। এ সময় কারখানার ব্যবস্থাপক (এ্যাডমিন) আলেয়া আক্তার নামে এক নারীশ্রমিককে চড়থাপ্পড় দেয়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজার সুশান্ত কুমারকে ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাঈনউদ্দিন এবং শ্রীলঙ্কার নাগরিক ফ্যাক্টরি কর্মকর্তা প্রদীপ চন্দ্র নাথসহ ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। উত্তেজিত শ্রমিকরা ৬ তলার দরজা-জানালার কাঁচ ভাংচুর করে। এ সময় শাহজাহান মিয়া, রুবেল মিয়া, অনুরাধা, তাছলিমা আক্তার, জাফর মিয়া, জাকিয়া বেগম, রুমা আক্তার, জোসনা আক্তার, রোকেয়াসহ ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন মাস্টার মোয়াজ্জেমুল হক জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট রেলপথের ওই উপজেলার রাধাপুর এ লাইনচ্যুতের ঘটনা ঘটলে সারদেশের সঙ্গে সিলেট বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী কালনী, পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জে, জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফকারী একটি ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছে। গাইবান্ধায় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ সেপ্টেম্বর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বৃহ¯পতিবার সকালে বিদ্যুত স্পৃৃষ্টে নুরুল আমিন (৫৫) ও তার ছোট ভাই নাহিদ হোসেন মিতু (৩৫) নিহত হয়েছে। নিহত নুরুল আমিন ও নাহিদ হোসেন ওই গ্রামের আজগর আলীর ছেলে। নুরুল আমিন ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাহিদ হোসেন মিতু রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
×