ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মালিতে বিমানবাহিনীর ১১৭ শান্তিরক্ষী প্রতিস্থাপন ॥ তিন হেলিকপ্টার মোতায়েন

প্রকাশিত: ০৫:৫২, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মালিতে বিমানবাহিনীর ১১৭ শান্তিরক্ষী প্রতিস্থাপন ॥ তিন হেলিকপ্টার মোতায়েন

বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ১১৭ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপন করেছে। পূর্ববর্তী কন্টিনজেন্টের প্রতিস্থাপক হিসেবে বিমানবাহিনীর ১১১ সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে রবিবার রাতে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ কন্টিনজেন্টের ছয় সদস্যবিশিষ্ট এ্যাডভান্স টিম এর আগে ১৮ সেপ্টেম্বর মালিতে গমন করে। বাংলাদেশ বিমানবাহিনী মালিতে প্রথমবারের মতো তিনটি এমআই-১৭১ হেলিকপ্টারও মোতায়েন করেছে। এ হেলিকপ্টারগুলো গত ২০ সেপ্টেম্বর মালিতে পাঠানো হয়েছে। হেলিকপ্টারগুলো সেখানে শান্তিরক্ষী স্থানান্তর, যুদ্ধে হতাহতদের হাসপাতালে স্থানাস্তর ও জাতিসংঘ কর্মকর্তা ও স্টাফ পরিবহনের কাজে নিয়োজিত থাকবে। সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালি গমণকারী বিমানবাহিনী কন্টিনজেন্ট সদস্যদের বিদায় জানান। মালি গমণকারী এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন এএফএম শামীমুল ইসলাম, পিএসসি। -আইএসপিআর জলপদ্ম দেখতে ভিড় হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার এক পাহাড়ী অঞ্চলে ফুটেছে জলপদ্ম। এই ধরনের ফুল ওই অঞ্চলে বিরল। এই ফুল দেখতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে-এএফপি কুকুরের সার্ফিং প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হচ্ছে পোষা কুকুরের সার্ফিং প্রতিযোগিতা। অষ্টমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সুলি নামের এক কুকুর সার্ফিং কসরত প্রদর্শন করে। কুকুরের এই সার্ফিং কসরত দেখে দর্শনার্থীদের চোখ ছানাবড়া-এএফপি
×