ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালের ৩ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

শাহজালালের ৩ কেজি স্বর্ণ উদ্ধার

অনলাইন রিপোর্টার॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ওজনের ১০টি স্বর্ণে মোড়ানো বিস্কুট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ সোমবার সকালে বিমানবন্দরের টয়লেটে একটি ময়লার ঝুড়ি থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে শুল্ক গোয়েন্দারা। এক পর্যায়ে সকাল ৬টার দিকে ইমিগ্রেশনের টয়লেটে ময়লার ঝুড়িতে ওই স্বর্ণ পাওয়া যায়।” তিনি জানান, ময়লার ঝুড়িতে টিস্যু পেপার দিয়ে পাঁচটি প্যািকেট ঢেকে রাখা হয়েছিল। পাঁচ প্যাকেটে ছিল ১০টি স্বর্ণের বিস্কুট, সেগুলো আবার কালো টেপে মোড়ানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা বলেও জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।
×