ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্য আটকর

প্রকাশিত: ০৯:০৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্য আটকর

স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও চাঁদা আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শফিকুল ইসলাম রানা (৩৮), মোঃ আপেল (২৯), মোঃ ইব্রাহিম (২৮) ও মোঃ ইমরান (৩০)। এদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবি লেখা কটি, পিস্তলের কভারসহ একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, কভারসহ এক জোড়া হ্যান্ডকাপ ও কালো একটি লাঠি উদ্ধার করা হয়। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতরা মাইক্রোবাসে করে ঢাকা মহানগর, দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় গিয়ে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে লোক অপহরণ করত। পরে মামলার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়, চাঁদা আদায়সহ ছিনতাইও করত। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেফতারকৃতরা রমনা মডেল থানার বড় মগবাজার ওয়্যারলেস মোড়ে একত্রিত হয়ে তাদের আর কয়েকজন সহযোগীদের অপেক্ষায় ছিল। এ সময় তাদের সেখান থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত শফিকুল কখনও ডিবি পুলিশের ওসি, কখনও এসি রানা হিসেবে নিজেকে পরিচয় দিত। আপেল নিজেকে এসআই হিসেবে পরিচয় দিত। বিপুল মাদকদ্রব্যসহ ৭৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১৫৭ পিস ইয়াবা, ৪৬১ গ্রাম (২৫৫ পুরিয়া) হেরোইন, ৯ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১২০ বোতল ফেন্সিডিল, ১০ লিটার মদ, ২০ ক্যান বিয়ার ও ৪১৭ পিস ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×