ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সেক্স ট্রাফিকিং নিউইয়র্কে বাংলাদেশী যুবক গ্রেফতার, পরে মুক্তি

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

সেক্স ট্রাফিকিং নিউইয়র্কে বাংলাদেশী  যুবক গ্রেফতার, পরে মুক্তি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ খদ্দেরের যৌন লিপ্সা নিবারণের জন্য হোটেলে অপ্রাপ্ত বয়স্ক কিশোরী-তরুণী সরবরাহকারী হিসেবে নিউইয়র্ক সিটির কুইন্সের শারেকুল ইসলাম (২২) নামক এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। ব্রুকলীনে অবস্থিত ফেডারেল কোর্টের সহকারী ইউএস এ্যাটর্নি নমী বেরেনসন মামলার উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার এনআরবি নিউজকে জানান, অভিযোগটি গুরুতর। প্রমাণিত হলে ‘সেক্স ট্রাফিকিং’র অপরাধে কমপক্ষে ১০ বছরের জেল হবে শারেকুলের। ‘নিউইয়র্ক, নিউজার্সি এবং পেনসিলভেনিয়ার বিভিন্ন হোটেল-মোটেলে খদ্দেরের জন্য তরুণী সরবরাহ করতেন এই শারেকুল’ মামলায় এ অভিযোগ করা হয়েছে। তরুণীদের হোটেলে নিয়ে যেতেন নিজের গাড়িতে। ফেডারেল কোর্টের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শারেকুলকে পেনসিলভেনিয়ার সোয়াটেরো টাউনশিপ থেকে গ্রেফতার করা হয়। সে সময় হাওয়ার্ড জনসন মোটেলের সামনে পার্ক করা গাড়ি থেকে মারিজুয়ানার গন্ধ পেয়ে পুলিশ সজাগ হয়। তদন্ত কর্মকর্তারা দেখতে পান যে, গাড়িতে শারেকুল এবং ১৪ বছর বয়সী এক তরুণী বসে আছেন। জিজ্ঞাসাবাদের পর তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন যে, নিজের গাড়িতে করে বিভিন্ন হোটেলে তরুণী সরবরাহ করেন শারেকুল। বেশ্যার দালাল হিসেবে শারেকুলকে গ্রেফতার করা হয় বলে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট স্ট্যাসি শারানী আদালতকে অবহিত করেছেন। কুইন্সের বাংলাদেশী বংশোদ্ভূত শারেকুলকে গত শুক্রবার ব্রুকলীন ফেডারেল কোর্টে হাজিরের পর ৫০ হাজার বন্ডে তার মা-বাবার বরাবরে মুক্তি দেয়া হয়েছে। তবে তার দেহে বিশেষ যন্ত্র লাগানো হয়েছে গতিবিধি মনিটরিংয়ের জন্য।
×