ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

সৌদিতে সড়কে নিহতদের বাড়িতে এখন শুধুই কান্না স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের আগৈলঝাড়া উপজেলার সহদর বাবুল ও শহিদুল এবং উজিরপুরের জল্লার রফিকুলের বাড়িতে চলছে শোকের মাতম। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছেন নিহতদের মা-বাবা, ভাই, বোন, স্ত্রী ও সন্তানরা। আগৈলঝাড়ার ছয়গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পুত্র বাবুল ও শহিদুলের বৃদ্ধ মা নুরজাহান বেগম বিলাপ করে বলেন “মোর বাবারা কতদিন মোর হাতের ভাত খায়নায়। মোর বাবারা েেতা বুধবারও মোরে ফোন দিয়া কইছে মা আমরা আগামী মাসে বাড়ি আসতেছি। এ্যাহন মোর বাবাগো লাশ আসবে এইয়া মুই কেমনে সইবো। ও আল্লাহ এইয়ার চাইয়া তুমি ক্যান মোরে লইয়া গ্যালা না”। এ মৃত্যুকে কোনভাবেই পরিবারগুলো মেনে নিতে পারছেন না। নিহতের বাবা-মা থেকে শুরু করে স্ত্রী-সন্তানরা সকলেই কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাদের সাথে সাথে কাঁদছেন উপস্থিত এলাকাবাসীও। কারও কাছেই যেন শান্ত¡নার কোন ভাষা নেই। বাবুল ও শহিদুলের চাচা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটার দিকে মাইক্রোবাসযোগে বাবুল (৪৭) ও তার ছোট ভাই শহিদুল (৩৬)সহ ৭ বাংলাদেশী দাম্মাম থেকে ৩শ’ কিলোমিাটার দূরে কাজে যাচ্ছিল। পথিমধ্যে আল জুবাইল-ডাহারান সড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবুল ও শহিদুলসহ ৬ জন মারা যায়। তিনি আরও জানান, বাবুল পেশায় স্যানিটারি মিস্ত্রি ও শহিদুল টাইল্স মিস্ত্রির কাজ করতেন। বাবুল ১০ বছর ও শহিদুল ১২ পূর্বে সৌদি আরবে যায়। নিহত বাবুলের স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে। শহিদুলের স্ত্রী ও দুই কন্যা রয়েছে। চিলমারী বন্দরের ভিত্তিপ্রস্তর উন্মোচন স্টাফ রিপের্টার, কুড়িগ্রাম ॥ চিলমারীবাসীর প্রাণের দাবি চিলমারী নৌ বন্দরে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শক্রবার। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বৃষ্টিকে উপেক্ষা করে বিকেল ৪টায় চিলমারী ঘাটে চিলমারী নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ সেপ্টেম্বর চিলমারী সফরে এসে চিলমারী নৌ বন্দর করার ঘোষণা দেন। তার এ ঘোষণার ১৬ দিনের মাথায় চিলমারী বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় এলাকার মানুষ আনন্দে উদ্বেলিত। এর মধ্য দিয়ে বদলে যাবে এ জনপদের মানুষের অর্থনৈতিক অবস্থা। বাড়বে রাজস্ব আয়। সৃষ্টি হবে নতুন নতুন কর্ম সংস্থানের। থাকবে না মঙ্গা, দূর হবে কষ্টের দিন। এমন সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মন্ত্রী রৌমারী ও রাজিবপুর উপজেলার ৪ লাখ মানুষের যোগাযোগের জন্য ফেরি চালুর প্রতিশ্রুতি দেন। চিলমারী-রৌমারী রুটে এ ফেরি চলাচল করবে। তবে এজন্য অপেক্ষা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। কেননা পন্টুন স্থাপন এবং লঞ্চ কিংবা স্টিমারের ব্যবস্থা করতে সময় লাগবে। এ সময় নৌমন্ত্রীর সঙ্গে ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ একেএম মাঈদুল ইসলাম মুকুল, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ম-ল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক সফিকুল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার, মতি শিউলি প্রমুখ। স্বেচ্ছাসেবক দল নেতার লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের লাশ উদ্ধার হয়েছে। সদর উপজেলার মিরকাদিম বাজার এলাকায় তার ভাড়া বাসার তালা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করা হয়। মিজানুরের বাবা সামাদ বেপারী জানান, বুধবার সকালে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। দু’দিন ধরে ছেলেকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার বিভিন্ন জায়গাসহ মিজানুরের ভাড়া বাসায়ও খোঁজে মিজানুরকে। কিন্তু ঘরের বাইরে তালা দেখে বার বারই চলে যায় তারা। শেষ পর্যায়ে শুক্রবার বাসার তালা ভেঙ্গে খাটে শোয়া অবস্থায় গলায় গামছা পেঁচানো মিজানুরের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রূপগঞ্জে মামলার বাদীকে হাতুড়ি পেটা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ মামলা তুলে না নেয়ায় আসামিরা মামলার বাদী সাইদুর রহমানকে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় ঘটে এ ঘটনা। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাইদুর রহমান জানান, দুই বছর আগে বড়ালু এলাকার সোলায়মান মিয়ার ছেলে সুলতান ওরফে সুলতান ডাকু ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে সাইদুর রহমানের কাছে। ওই সময় চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সুলতান ডাকুসহ তার সহযোগীরা সাইদুল ইসলামকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সুলতান ডাকুসহ নির্যাতনকারীদের বিরুদ্ধে সাইদুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বেশ কয়েক দিন ধরে সাইদুর রহমানসহ পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। শুক্রবার বিকেলে সুলতান ডাকুসহ সহযোগী সোলায়মান, সফি মিয়া সাইদুর রহমানকে আবারও আটক করে বেঁধে ফেলে। এক পর্যায়ে সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয়। মামলা তুলে না নিলে হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। পরে সাইদুর রহমানের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সালিশে বেত্রাঘাত ॥ মামলা, আটক তিন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সালিশে বেত্রাঘাতের ঘটনায় পঞ্চসার ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। নৌভ্রমণে গিয়ে স্কুলছাত্র আরাফাত হোসেনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গ্রাম্য সালিশে বেত্রাঘাত করা হয়। এতে ২৩ শিক্ষার্থী আহত হয়। রায়ে প্রত্যেককে ২৫টি করে বেত মারা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বেত্রাঘাতে আহত সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করে বৃহস্পতিবার গভীর রাতে। আসামি করা হয়েছে সালিশদার পঞ্চসার ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ পঞ্চায়েতের লোকজনকে। পরে মধ্যরাত থেকে শুক্রবার সকাল পযর্ন্ত চলে অভিযান। মুন্সীগঞ্জ সদর খানার ওসি ইউনুচ আলী জানান, গ্রেফতারকৃত তিন জনই এজারহারভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তাপুরের বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে এই সালিশি বৈঠকে বসে। বেনাপোলে ১২ স্বর্ণের বারসহ আটক এক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ আশানুর রহমান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের দৌলতপুর সড়কের চারা বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আশানুর রহমান বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে। বিজিবি জানান, বেনাপোল সীমান্তের দৌলতপুর সড়কের চারা বটতলা এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। গজারিয়ায় কয়েল কারখানায় অগ্নিকা- স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া অবৈধভাবে গড়ে ওঠা একটি মশার কয়েল তৈরির কারখানায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকা- ঘটেছে। এতে কারখানার যন্ত্রপাতিসহ মালামাল পুড়ে যায়। অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ। এদিকে আগুন নেভাতে গিয়ে ফারুক হোসেন (১৮) ও সেলিম মিয়া (১৫) নামে দুই জন আহত হয়েছে। আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকাবাসী জানান, দীর্ঘ চার বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিভিন্ন নামে অবৈধভাবে মশার কয়েল তৈরি করে আসছিল এ কারখানা। আর এ অবৈধ গ্যাস সংযোগ থেকেই ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বোমা হামলায় নিহতের স্মরণে সমাবেশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে কে আর কলেজ মাঠে আ’লীগের নির্বাচনী জনসভায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পুঁতে রাখা নৃশংস বোমা হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সমাবেশ, শোক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে জেলা আ’লীগের উদ্যোগে বিশাল মিছিল শেষে রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে, এদিন সকালে মোল্লাহাট উপজেলা আ’লীগের উদ্যোগে শোক র‌্যালি ও মানববন্ধন শেষে আবুল খায়ের সেতুর দক্ষিণ প্রান্তে খুলনা-মাওয়া মহাসড়কের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য দেন, ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, এ্যাড মীর শওকাত আলী বাদশা এমপি, হেপী বড়াল এমপি, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান, মেয়র খান হাবিবুর রহান, নকিব নজিবুল হক নজু, বাকী তালুকদার, সরদার নাসির উদ্দিন, ফিরোজুল ইসলাম, কালিপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা, মোতাহের হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া, সেলিম রেজা, উক্ত নৃশংস বোমা হামলায় আহত আ’লীগ নেতা-এনায়েত শেখ। ধর্ষণের ভিডিও ॥ দুই যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে স্কুলছাত্রীর ধর্ষণের ভিডিও মোবাইলে ছড়িয়ে দেয়ায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের পর নগ্ন ভিডিও চিত্র ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার ধর্ষণের শিকার ওই মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের চিত্র ধারণের খবরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে পুলিশ নয়ন ও ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। আত্মাহুতি দিবসে বক্তারা প্রীতিলতা ছিলেন স্বাধীনতার অগ্রসৈনিক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন নিবেদিত দেশপ্রেমিক ও স্বাধীনতার অগ্রসৈনিক। তাঁর ত্যাগী জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণদের দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হতে হবে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম। আলোচনা করেন কবি আসিফ ইকবাল, ছাত্রলীগ নেতা আবদুল খালেক, বোরহান উদ্দিন গিফারী, আলকাদের জয়, আকরাম হোসেন, দেলোয়ার হোসেন, আলফাজ, সাখাওয়াত হোসেন সওকত, কামাল উদ্দিন, পিয়াস, মোঃ জোবায়েদ, মোঃ বেলাল উদ্দিন প্রমুখ। আলোচকগণ বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালে ৫ মে পটিয়ার ধলঘাটে জন্মগ্রহণ করেন। তিনি মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে দেশপ্রেমে বলিয়ান হয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন। ১৯৩২ সালের এই দিনে চট্টগ্রাম নগরীর আমবাগানে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। ধরা পড়ার বিপদ থেকে রক্ষা পেতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহুতি দেন। বক্তারা প্রীতিলতাকে দেশপ্রেমিক ও স্বাধীনতার অগ্রসৈনিক হিসাবে উল্লেখ করে তাঁর ত্যাগী জীবন থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে বলীয়ান হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। সিরিয়ায় ত্রাণবহরে হামলা বাংলাদেশ রেড ক্রিসেন্টের নীরবতা পালন সম্প্রতি সিরিয়ায় ত্রাণবহরে সন্ত্রাসী হামলায় নিহত সিরিয়ান রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও নিরীহ জনগণের স্মরণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার, মহাসচিব, উপমহাসচিব, ইন্টারন্যাশনাল ফেডারেশ অব রেডক্রস এ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) ও আন্তর্জাতিক রেড এস কমিটির (আইসিআরসি) বাংলাদেশস্থ প্রধানসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি বৌভাতের পরিবর্তে কুলখানি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বেল্লাল মিয়ার বৌভাত অনুষ্ঠানের দিন ছিল শুক্রবার। কিন্তু নিয়তি তাদের বৌভাতের স্বপ্ন কেড়ে নিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাসে আনন্দমুখর বৌভাতের পরিবর্তে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হলো বেল্লালের কুলখানি। বুধবার সন্ধ্যায় ঢাকাগামী যাত্রীবাহী এমভি মর্নিংসানের ধাক্কায় নৌকাডুবে নিখোঁজ হয় বেল্লাল। বৃহস্পতিবার বিকেলে সন্ধ্যা নদী থেকে পুলিশ সদ্যবিবাহিত বেল্লালের লাশ উদ্ধার করে। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি গ্রামের। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবু বক্কর মিয়ার পুত্র বেল্লাল হোসেন (৩০) ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের সম্মতিতে গত সোমবার বিয়ে করেন পার্শ্ববর্তী রায়েরহাট গ্রামের জলিল ডাকুয়ার কন্যা রেশমাকে। মাত্র চারদিন আগে বিয়ের পিড়িতে বসা বেল্লাল ও রেশমার হাতের মেহেদির রং এখনওা ফিকে হয়নি। শুক্রবার লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়ানোর কথা ছিল নববধূ রেশমার। তার পরিবর্তে বাকরুদ্ধ হয়ে সে এখন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে বেল্লাল-রেশমা দম্পত্তির বৌভাত অনুষ্ঠানের পরিবর্তে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বেল্লালের কুলখানি। গড়াইয়ে নৌকাবাইচ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৩ সেপ্টেম্বর ॥ গড়াই নদীতে দু’দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জহির রায়হান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও প্রতিযোগিতার অন্যতম আয়োজক কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন প্রমুখ। কয়া গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১৬টি দল অংশগ্রহণ করছে। শহরের জিকে ঘাটের কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে শুরু হয়ে শ্মশান ঘাটে গিয়ে শেষ হচ্ছে প্রতিযোগিতা। ফ্রি চিকিৎসা ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর ॥ ভালুকায় আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক দুস্থ নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাড়াগাঁও শিমুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হয়। উদ্বোধন করেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ। এ সময় ফাউন্ডেশনের পরিচালক সুদেব রায় ও ক্যাম্পের সমন্বয়কারী রিচার্ড হিল্টন সরকার ও আসাদুজ্জামান খন্দকার উপস্থিত ছিলেন।
×