ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন দিয়ে ধরুন জাল টাকা

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৬

স্মার্টফোন দিয়ে ধরুন জাল টাকা

জাল টাকা চেনা খুবই মুশকিলের ব্যাপার। কেনাকাটার সময় তো বটেই, ব্যাংক লেনদেনেও কখন যে জাল টাকা ঢুকে যায় এ আতঙ্কে থাকেন অনেকে। তবে এই উদ্বেগ অনেকটাই কমিয়ে দেবে আপনার স্মার্টফোনের একটি মাত্র এ্যাপ। জালিয়াতেরা এতটাই সজাগ ও সক্রিয় যে জাল টাকা চেনা সত্যিই মুশকিল। আসল টাকা শনাক্তে নানা উপায় বাংলাদেশ ব্যাংক জানালেও জালিয়াত চক্র এ বিষয়গুলোও মাথায় রেখে কাজ করে। তাই খুব দক্ষ না হলে সাধারণের পক্ষে জাল টাকা চেনা দায়। আবার না জেনে জাল টাকা নিয়ে লেনদেনের সময় তা প্রকাশ হয়ে পড়লে সবার সন্দেহ কিন্তু আপনার ওপরই পড়বে। তাই এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেনে নিন কিভাবে বুঝবেন কোনটা আসল আর কোনটা নকল টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন ঋধশব সড়হবু উবঃবপঃড়ৎ. এ্যাপটিতে আসল টাকার সকল প্রকার বৈশিষ্ট্য ছবিসহ দেয়া আছে। যা থেকে আপনি সহজেই নকল টাকা ও আসল টাকার পার্থক্য বুঝতে পারবেন। ফলে কেউ নকল টাকা দিলে এ্যাপটিতে ধরা পড়ে যাবে। এটি খুব জটিলও নয়। এ্যাপটি ব্যবহার করতে আপনার স্মার্টফোনটি ২.৩ বা এর ওপরের ভার্সন হলেই চলবে।
×