ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ সেপ্টেম্বর ॥ ইসলামপুরের শিংভাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে কোব্বাত আলী নিহত হয়েছেন। জানা গেছে, ইসলামপুরের শিংভাঙ্গা গ্রামের কোব্বাত আলীর সঙ্গে একই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র দুলাল ও আনছার আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। বৃহস্পতিবার সকালে কোব্বাত আলীর সঙ্গে তার বাড়ির পার্শ্বে জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষ দুলাল ও আনছার আলীর কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় আহত হয়ে কোব্বাত আলী নিজ বাড়িতে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সীতাকু-ে আহত ৭ নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সাগর উপকূলে মাছ ধরার নৌকা রাখাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সিকো শিপ ব্রেকিং ইয়ার্ডসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সাগর উপকূল এলাকায় বসবাসরত জেলেদের ইলিশ মৌসুমে মাছ ধরার জন্য নৌকা রাখা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জেলেদের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত শিশু-নারী জেলেদের মধ্যে রয়েছেÑ একপক্ষের দেবিবালা জলদাশ, লাবলু জলদাশ, বাবলু জলদাশ, রাজু জলদাশ ও শিশু বাপ্পী বাণী জলদাশ এবং অপরপক্ষের বকুল বালা জলদাশ ও দিলীপ জলদাশ।
×