ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শনিরআখড়ায় মাইক্রো চাপায় শিশু নিহত

প্রকাশিত: ০৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

শনিরআখড়ায় মাইক্রো চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শনিরআখড়া ব্রিজের কাছে মাইক্রোবাস চাপায় মামুন-উর-রশিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহতের বাবার নাম হারুন অর রশিদ। গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সে যাত্রাবাড়ীর পলাশপুর ৫ নম্বর রোডের বাসিন্দা আলতাফ শেখের বাড়িতে ভাড়া থাকত। স্থানীয়দের সহায়তায় পুলিশ মাইক্রোবাস ও চালককে আটক করে থানায় নিয়েছে। শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ছেলে মামুন-উর রশিদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবসরে- দশ বছর বয়সী ফারুক চতুর্থ শ্রেণীর ছাত্র। বাবা-মার সঙ্গে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে থাকে। লেখাপড়ার ফাঁকে সময় পেলে অল্প দামে সুপারি ক্রয় করে সেগুলো পথচারীদের কাছে বিক্রি করে সে। স্থানীয় বাজার থেকে কিনে আশপাশের কোন ব্যস্ত সড়কের ফুটপাথে সুপারি বিক্রি করে ফারুক। এতে যে আয় হয় নিজের লেখাপড়ার খরচ চালায় সে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। ফুটপাথে জীবন মধ্যবয়সী নারী সন্ধ্যা রানী ফুটপাথে খুঁজে নিয়েছেন নিজের ঠিকানা। কয়েকটি কাপ, একটি কেতলি আর প্রয়োজনীয় সামান্য কয়েকটি জিনিস নিয়ে তৈরি করেছেন চায়ের দোকান। এই দোকানই তার আয়ের উৎস, এই দোকানই তার বসবাসের একমাত্র জায়গা। পুরাতন ছেঁড়া কাপড় দিয়ে ঘিরে দেয়া হয়েছে এর তিন দিক। স্বামীহারা এই নারীর একজন সন্তান রয়েছে। তবে জীবিকার জন্য তাকেই সংগ্রাম করতে হয় প্রতিদিন। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×