ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টা ॥ যুবক কারাগারে

প্রকাশিত: ০৪:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৬

ভুয়া কাগজে পুলিশে যোগদানের চেষ্টা ॥ যুবক কারাগারে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভুয়া কাগজপত্র নিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে যোগ দিতে এসে এক যুবক আটক হয়েছেন। রবিবার রাতে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক ওই যুবকের নাম আবু রায়হান। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চররাঘব গ্রামে। বাবার নাম বদিউজ্জামান। পুলিশ জানান, রবিবার দুপুরে ওই যুবক ভুয়া নিয়োগপত্রসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ক্যাডেট শাখায় ৩৫তম বহিরাগত ক্যাডেট এসআই হিসেবে যোগ দিতে যান। এ সময় পুলিশ একাডেমির পক্ষ থেকে তার কাগজপত্র যাচাই করা হলে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর তাকে আটক করে চারঘাট থানায় সোপর্দ করা হয়। কুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা ২৮ অক্টোবর স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির দফতরে ১ম বর্ষ ভর্তিপরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ভর্তিসংক্রান্ত সকল তথ্যাবলী িি.িধফসরংংরড়হ. শঁবঃ.ধপ.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ভর্তিপরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে admission @kuet.ac.bd তে ই-মেল করা যাবে বলে কুয়েটের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। সভাপতি মোখলেছুর সাধারণ সম্পাদক আশ্রাফুল বুয়েট কর্মচারী কল্যাণ ক্লাব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শেণী কর্মচারী কল্যাণ ক্লাবের নির্বাচনে ২০১৬-২০১৭ সালের জন্য সভাপতি পদে মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আশ্রাফুল ইসলাম (খোকন) নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আবুল কালাম আজাদ ও আজগর আলী, যুগ্মসম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ হযরত আলী, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সহকারী ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, দফতর সম্পাদক হায়দার আলী, প্রচার সম্পাদক কবির হোসেন ও সদস্য পদেÑ মেহেদী হাছান, জাহিদুল ইসলাম, মর্তুজা মিয়া ও জুলহাস মিয়া নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইপিই বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহিল আজীম। -বিজ্ঞপ্তি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জে কৃতী শিক্ষার্থী এবং ‘পড়া উৎসবে’ বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে শ্রমকল্যাণ পাবলিক পাঠাগার। রবিবার সন্ধ্যায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম গ্রামে অবস্থিত পাঠাগার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম। শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, ওই অনুষ্ঠানে পড়া উৎসবে ৩৬ জনকে, জিপিএ-৫ প্রাপ্ত পিএসসিতে ৯৮ জন, জেএসসিতে ২৮ জন, এসএসসিতে ১৮ জন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া ২ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শিশুস্বাস্থ্য বিষয়ক সভা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৯ সেপ্টেম্বর ॥ ইউএসএআইডি’র মা-মণি এইচএসএস প্রকল্পের সহায়তায় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা-শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবার মান উন্নয়ন বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আবদুুর রহিম। সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে ফেরদৌসী বেগম (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেনÑ মা-মণি এইচএসএস প্রকল্পের ডাঃ নাজমুন নাহার, ম্যানেজার-কিউআইএন্ডসিবি এবং ডাঃ রেজানুর শাকিল, ম্যানেজার-কিউএ।
×