ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুলিশ কনস্টেবলসহ পাঁচ খুন ॥ উদ্ধার এক লাশ

প্রকাশিত: ০৪:১৫, ২০ সেপ্টেম্বর ২০১৬

পুলিশ কনস্টেবলসহ পাঁচ খুন ॥ উদ্ধার এক লাশ

জনকণ্ঠ ডেস্ক ॥ শেরপুরে পুলিশ কনস্টেবল, খুলনায় পাঁচ বছরের শিশু, কুড়িগ্রামে দম্পতি ও জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন হয়েছেন। ভালুকায় উদ্ধার হয়েছে যুবকের লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : শেরপুর ॥ পুলিশ কনস্টেবল রাকিবুল হাসান (২১) খুন হয়েছেন। সোমবার সকালে পুলিশ লাইন সংলগ্ন বাটারাঘাট এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে নিহত রাকিবের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শৈলকুরিয়া গ্রামের মোঃ শাজাহান মিয়ার ছেলে রাকিবুল হাসান ৮-৯ মাস আগে পুলিশে যোগদান করেন। যোগদানের পর থেকেই অবিবাহিত রাকিব শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সোমবার সকালে পার্শ্ববর্তী বাটারাঘাট এলাকার বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কিন্তু রাকিবের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় পরে সে ধারণা পাল্টে যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে বৈদ্যুতিক খুঁটির নিচে লাশ ফেলে গেছে। খুলনা ॥ পাঁচ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম সিয়াম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশুটির সৎ বাবা আবু সাঈদকে আটক করেছে। রবিবার সন্ধ্যায় মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিয়ামের বাবা শাহ আলম দেড় বছর আগে সিয়াম ও তার মাকে ফেলে অন্যত্র চলে যায়। এরপর সিয়ামের মা আবু সাঈদকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে সিয়াম প্রায়ই দুষ্টুমি করত। এ নিয়ে তার সৎ বাবা আবু সাঈদ ক্ষুব্ধ ছিলেন। রবিবার সন্ধ্যায় সিয়ামকে ঘরে রেখে তার মা বাজারে যান। ফেরার পথে রাস্তায় স্বামী আবু সাঈদের সঙ্গে দেখা হয়। আবু সাঈদ তাকে জানান, তিনি বাইরে যাচ্ছেন। সিয়াম ঘরে রয়েছে। তিনি বাইরে থেকে তালা লাগিয়ে এসেছেন। এরপর সিয়ামের মা বাড়িতে গিয়ে তালা খুলে দেখেন সিয়ামের মরদেহ পড়ে আছে। ঘটনার পর আবু সাঈদ পালিয়ে গেলে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে ডুমুরিয়া থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সিয়ামকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ কক্ষের ভেতর গোলাম হোসেন (৩২) ও শিল্পী খাতুন (২৪) নামে দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার সকালে রৌমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অন্য দিনের মতো এ দম্পতি রাতে ঘুমাতে যায়। সকালে ছোট মেয়ে সমাপ্তীর চিৎকারে এলাকাবাসী এসে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শিল্পীর মরদেহ বিছানার নিচে এবং গোলাম হোসেনকে ঘরের ধন্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গোলাম হোসেনের মাথায় কোপানোর আঘাত থাকায় পুরো শরীর রক্তে ভেজা ছিল। জামালপুর ॥ মেলান্দহে তাসলিমা (৩৮) নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় এ লাশ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা মেলান্দহ উপজেলার মানকি নয়াপাড়া গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই গ্রামের মকছেদ আলীর ছেলে নঈম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী রহিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাত ১টার দিকে নঈম উদ্দিন দলবল নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যায়। এ সময় রহিম উদ্দিন বাধা দিলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রহিম উদ্দিনের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা গুরুতর আহত হন। রাতেই তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। সোমবার সকালে মুমূর্ষু অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা, ময়মনসিংহ ॥ পুলিশ সোমবার দুপুরে উপজেলার নিশিন্দা গ্রামের ধানক্ষেত থেকে পারভেজ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিশিন্দা গ্রামের মফিজুল ইসলামের পুত্র রিক্সাচালক পারভেজকে কে বা কারা রাতের আঁধারে হত্যা করে বাড়ির পাশে ওই ধানক্ষেতে ফেলে রেখে যায়। এলাকাবাসী সকালে নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
×