ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সমুদ্র সম্পদ সংরক্ষণ

৫৩ দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

৫৩ দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাসাগর, সাগর ও সমুদ্র সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারে অন্যদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ ৫৩ দেশের সঙ্গে কাজ করবে। খবর বাসসর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে তৃতীয় ‘আওয়ার ওশান কনফারেন্স’ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও রক্ষার জন্য ৫ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১৩৬ নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কমিশনের (এসকাপ) ৫৩ রাষ্ট্রের মধ্যে সহযোগিতার লক্ষ্যে একটি সহযোগিতা উদ্যোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ’। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৃতীয় ওশান কনফারেন্সে যোগদানকারীরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণের উদ্যোগ সমর্থনের বিষয়ে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। সমুদ্র সংক্রান্ত ইস্যুগুলোর মধ্যে রয়েছে- সাগরের সংরক্ষিত এলাকা, টেকসই মৎস্য আহরণ, সমুদ্র দূষণ এবং মহাসাগরের ওপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া। সম্মেলনে যুক্তরাষ্ট্র মোট চারটি অনুদান দেবে বলে ঘোষণা দেয়। অনুদানের পরিমাণ হবে এক মিলিয়ন ডলার। দক্ষিণ-পূর্ব এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলে অপুষ্টি দূষণ হ্রাস ও মেরিন জঞ্জাল রোধে এই তহবিল কাজে লাগানো হবে। এতে বলা হয়, চিলিতে ‘আওয়ার ওশান ২০১৫’ সম্মেলনে বিশ্বে বেআইনী সামুদ্রিক মৎস্য আহরণ প্রতিরোধের লক্ষ্যে অধিকতর সমন্বয়ের জন্য তথ্য-উপাত্ত বিনিময়ের যে প্রস্তাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দিয়েছেন, বাংলাদেশসহ ৪৫ সরকার ও সংস্থা সেই উদ্যোগের অংশীদার। স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মৎস্য সম্পদের উন্নয়নে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সকেও সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে।
×