ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বৃষ্টি নেই ॥ তবুও খাতুনগঞ্জ সয়লাব পানিতে

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বৃষ্টি নেই ॥ তবুও খাতুনগঞ্জ সয়লাব পানিতে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের খাতুনগঞ্জ সবচেয়ে বড় বাণিজ্যপাড়া। বৃষ্টি নেই কিন্তু পানিতে তলিয়ে থাকে এই বাণিজ্যপাড়ার অলিগলি। মূলত সাগরের জোয়ারভাটায় এই পানির পরিবর্তন দেখা যায়। জোয়ারে চাক্তাই খালের মাধ্যমে পানি উঠে আসে খাতুনগঞ্জের অলিগলিতে। আবার ভাটার সময় নেমে যায়। তবে নালানর্দমা জ্যাম থাকায় জোয়ারে পানি উঠলেও নামতে অনেক দেরি হয়। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। জানা গেছে, বৃষ্টি না থাকলেও খাতুনগঞ্জ অথৈই পানিতে তলিয়ে থাকে দিনের বেশিরভাগ সময়। প্রতিদিন সাগরে দুবারের জোয়ারের পানির কারণে ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত। মালামাল সরিয়েও নিস্তার নেই। একেক সময় পানির উচ্চতা বেড়ে গেলে ব্যবসায়ীদের পণ্যদ্রব্য বিনষ্ট হচ্ছে। স্থায়ী কোন সমাধান পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বার অব কমার্স, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সসহ খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির কাছে ধর্না দিয়েও সুরাহা মিলছে না। এদিকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় চাক্তাই খালের আশপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও খাল খনন না করায় পানি ব্যবসাপাড়া সয়লাব হয়ে যাচ্ছে। আর্থিক মাসুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। গাইবান্ধায় ঘাঘট নদীতে নৌকাবাইচ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ সেপ্টেম্বর ॥ নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীতে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় নৌকাবাইচ। শনিবার দুপুরে বাইচের উদ্বোধন করেন পৌর মেয়র জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। অনির্বাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজু, রকিবুল ইসলাম রিটন, মাসুদুল হক মাসুদ, সিরাজুল ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও ঘাঘট নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। জেলা ও জেলার বাইরে থেকে ২৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। ১২টি নৌকা ১০ বাইশাল (বৈঠাধারী) এবং ১৪টি নৌকা ১৬ বাইশাল গ্রুপে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতা চলে। ঘাঘট নদীর দু’পাড়ে হাজার হাজার শিশু ও নারী-পুরুষ এ নৌকাবাইচ দেখতে ভিড় করে। ১২ বাইশাল বিভাগে বাগুড়িয়ার চাচা-ভাতিজা দল প্রথম, ওরা একচল্লিশজন দ্বিতীয় এবং পূর্ব আকন্দপাড়া তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে ১৪ বাইশালে কামারজানি মামা-ভাগ্নে দল প্রথম, দক্ষিণ ঘাগোয়া দ্বিতীয় এবং কুন্দেরপাড়া তৃতীয় স্থান লাভ করে। পুরস্কার হিসেবে গরু, টিভি, স্মার্টফোন ও প্রাইজ বন্ড দেয়া হয়। বাল্যবিয়ের দায়ে সাজা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামে কিশোরী সুমি খাতুন (১৪) এর বাল্যবিয়ে দেয়ার অপরাধে তার বাবা খাজা মিয়া ও বরের ভাই জাকির হোসেনের এক মাস করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। খাজা মিয়ার মেয়ে সুমির সঙ্গে গাইবান্ধা শহরের দক্ষিণ বানিয়ারজান এলাকার কফিল উদ্দিনের ছেলে কাজল মিয়ার বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হওয়ার সময় এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই বিয়ে সম্পন্ন হয়। পুলিশ আসার খবর পেয়ে বর এবং কনেকে নিয়ে পালিয়ে যায় বর পক্ষ। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৭ সেপ্টেম্বর ॥ ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম ত্রিপুরা নারী স্থান লাভ করায় সাধনা ত্রিপুরাকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে রাজিব ত্রিপুরা স্মৃতি মিলনায়তনে তাকে এই সম্বর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বসবাসরত ত্রিপুরা গোষ্ঠীর ছাত্রছাত্রী ২০১৬ সালের এসএসসি ও এইচএসসিতে কৃতিত্ব অর্জন করায় ২০ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি নয়ন ত্রিপুরা সভাপতিত্ব করেন।
×