ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ১৩০ টন ভিজিএফ চাল লোপাট

প্রকাশিত: ০৪:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৬

কলাপাড়ায় ১৩০ টন ভিজিএফ চাল লোপাট

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ সেপ্টেম্বর ॥ দরিদ্র মানুষকে ১০ কেজি করে দেয়া চালের অন্তত ১৩০ টন চাল লোপাট হয়ে গেছে। জনপ্রতিনিধি, সরকার সমর্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারী তদারকি কর্মকর্তাদের যোগসাজশে এ পরিমাণ চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে। ফলে দরিদ্র মানুষকে ৬ থেকে সর্বোচ্চ আট কেজি করে চাল নিতে বাধ্য করা হয়েছে। এছাড়া হাজারো ভুয়া নামের মাস্টাররোল দেখিয়ে এক ছটাক চালও বিতরণ করা হয়নি। প্রত্যেকটি ইউনিয়নের তালিকা যাচাই-বাছাই এবং প্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করলেই দরিদ্রদের জন্য দেয়া ১০ কেজি চাল বিতরণের নামে লোপাটের এমন চিত্র বের হয়ে আসবে। এমন কোন উপকারভোগী পাওয়া যায়নি যে ১০ কেজি চাল পেয়েছে। ফলে ঈদের বিশেষ দিনে পেট পুরে খেতে সরকারের দেয়া উদ্যোগও ভেস্তে গেছে। যে চাল পেয়েছে সেও ক্ষুব্ধ হয়েছে এবং যে বঞ্চিত হয়েছে সেও ক্ষুব্ধ। অগ্নিকা-ে ২২ পরিবার নিঃস্ব নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৫ সেপ্টেম্বর ॥ ঈদ-উল-আযহার আগের দিন (সোমবার) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকা-ে ২২ পরিবারের দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। জানা গেছে, কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনু বাপের বাড়িতে সাইফুলের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হলে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আবদুল জব্বার, জিয়াউর রহমান, মাতাশিম, মোহাম্মদ হাশেম, সাইফুল, জাহিদা বেগম, সাফিয়া বেগম, জসিম, আবদুর রহমান, হারুন, নরুল আলম, রমজান আলী, মালেক, জসিম, গিয়াস উদ্দীন, ইসমাঈল, আবদুল করিম, আবদুল হোসেন, নুর হোসেন, আবুল বশর, নুরুল ইসলাম, কামাল উদ্দীনের বসতঘর ভস্মীভূত হয়। রজতজয়ন্তী উৎসবে মিলনমেলা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ সেপ্টেম্বর ॥ বুধবার উৎসবমুখর পরিবেশে শত বছরের প্রাচীন মাগুরার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯১ বাচের রজতজয়ন্তী উৎসব দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। উপস্থিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা ব্যানারে স্বাক্ষর করেন। বিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষক প্রয়াত বদরুজ্জামান ও সতেন্দ্রনাথ রায়ের ছেলেদের হতে প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র খায়রুজ্জামান প্রমুখ । কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলায় ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ডিমলা অনার্স ক্লাব। বৃহস্পতিবার দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। ডিমলা অনার্স ক্লাবের সভাপতি তানভির আব্দুল্লাহ সওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশ সেটেলমেন্ট অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আবু হাসান মোঃ গোলাম কিবরিয়া, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, অনার্স ক্লাবেরসহ সভাপতি আরিফ সাদাত আরমান, সাধারণ সম্পাদক মোঃ তবিবুল ইসলাম প্রমুখ।
×