ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১১৫ বছর ধরে জ্বলছে অবাক করা একটি বাতি!

প্রকাশিত: ১৯:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৬

১১৫ বছর ধরে জ্বলছে অবাক করা একটি বাতি!

অনলাইন ডেস্ক॥ একটি সাধারন মানের বাতি কত দিন ধরে জ্বলতে পারে বলে আপনার মনে হয়। ছয় মাস, এক বছর' আচ্ছা ধরে নিলাম বাতিটি সর্বোচ্চ দুই বছরই না হয় জ্বললো। কিন্তু এখন যদি খুবই সাধারন মানের একটি বাতি গত ১১৫ বছর জাবত আলো দিয়ে আসছে তাহলে কথাটা অদ্ভুত শোনাবে না। কিন্তু এটাই সত্য। বিশ্বাস করুন আর নাই করুন, ১৯০১ সালে ক্যালিফোর্নিয়ার লিভারমোরে ফায়ারহাউসে একটি বাতিটি লাগানো হয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে সামান্য সময়ের জন্য বাতিটি নেভানো হত। ২০১৬ সালেও বহাল তবিয়েতে জ্বলে চলেছে বাতিটি। একটা বাতি ১০০ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে! এই খবর জানার পর সকলেই অবাক। বিজ্ঞানীরাও এর কোনও কুল-কিনারা করতে পারছেন না। এক এক জনে একেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন। এই ধরনের কার্বন ফিলামেন্টের বাতির আয়ু সাধারণত ১ হাজার থেকে ২ হাজার ঘণ্টার হয়। এই সময়ে যে ফ্লুরোসেন্ট বাল্ব বা এলইডি লাইটের চল হয়েছে তাদেরও আয়ু ২৫ থেকে ৫০ হাজার ঘণ্টা। সেখানে পুরনো আমলের ফিলামেন্ট লাগানো বাতিটি এত বছর ধরে জ্বলছে জেনেই বিস্মিত সকলে। মাস্টারমাইন্ড ইলেক্ট্রিশিয়ান অ্যাডলফে এ চেইলট-এর করা নক্সায় এই বাল্বটি তৈরি করেছিল শেলবি ইলেক্ট্রিক নামে একটি সংস্থা। বাতিটির ফিলামেন্টে ব্যবহার করা হয়েছিল কার্বন। কিন্তু, এই ধরনের বাতির আয়ু কোনওভাবেই এক বছরের বেশি হয় না। মাঝে বাতিটি নিভেছিল এলাকায় লোডশেডিং হওয়ায়। এছাড়া বাতিটি কখনও নেভানো হয়নি। বিজ্ঞানীদের হাতে এই বিস্ময়কর বাতিটি তুলে দেওয়া হয়নি পরীক্ষা-নিরিক্ষার জন্য। ফলে, অনেকে বাল্বটির শতায়ু নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তার বেশিরভাগটাই অনুমান সাপেক্ষে। এদের অনেকের মতে, 'ফিলামেন্টে ব্যবহৃত কার্বনের মান খুব ভাল হওয়ায় বাতিটি এখনও আলো দিচ্ছে'। আবার কেউ কেউ বলেন, 'বাতিটি যে কাচের খোল আছে তা খুবই সুগঠিত এবং ভেতরে বাতাস প্রবেশ করতে দেয় না। যার ফলে বাতিটি এখনও টিকে আছে'। সূত্রঃ এবেলা
×