ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঈদের জামাত কখন কোথায়

প্রকাশিত: ০৫:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৬

ঈদের জামাত কখন কোথায়

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকার বাইরে জেলা-উপজেলায় মঙ্গলবার উদযাপন করবে ইসলামের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। ওই দিন সকালে ঈদের জামাত দিয়ে শুরু হবে দিনের সূচনা। বিভিন্ন জেলা শহরে ঈদের জামাত হবে একাধিক ঈদগাহ ও মসজিদে। ঈদের জামাত নিরুপদ্রবে ও নির্বিঘেœ অনুষ্ঠিত করার জন্য প্রশাসন থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবারের ঈদ-উল-আযহায় নগরীতে প্রথম ও প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। প্রথম জামাতটি হবে সকাল পৌনে ৮টায় আর দ্বিতীয় জামাত হবে পৌনে ৯টায়। এছাড়া ৪১ ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাত হবে। কর্পোরেশনের ব্যবস্থাপনার বাইরে জেলা প্রশাসন এবং স্থানীয় আয়োজনেও রয়েছে বেশকিছু ঈদ জামাত। বাকলিয়ার চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়। জালালাবাদ আরেফিননগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮টায়। এছাড়াও নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হযরত শেখ ফরিদ (র) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত হবে। ওয়ার্ডওয়ারি ঈদ জামাতের স্থানগুলো হলোÑ হযরত শেখ ফরিদ (র) চশমা ঈদগাহ ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (র) মাজারসংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্বপাড়, সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (র) মাজার মসজিদ, বালুছড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, নুরজ্জমান নাজিরবাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারিয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরিয়া জামে মসজিদ, পূর্ব ষোলোশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজপাড়া, আমিন কলোনি জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলোশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহী জামে মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্বর, মুরাদপুরের বিশ্ব রোড চত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পাহাড়তলী পুলিশ বিট জামে মসজিদ, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানি জুট মিলস জামে মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পিএইচ আমিন একাডেমি স্কুল ময়দান, ফইল্লাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়্যারলেস কলোনি পুরাতন জামে মসজিদ, চানমারী রোডের কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, রেলওয়ে পলো গ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ানবাজার সিএ্যান্ডবি কলোনি জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিক্যাল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যানঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদ বেগ নুর মোহাম্মদ সওদাগর মসজিদ, ইসহাকের পোল চারতলা জামে মসজিদ, লালু মাঝির বাড়ি কোরবানিগঞ্জ, মোমবাতি গলির এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেইন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েতবাজার শাহী জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভা-ারি জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারীপাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ মনছুরাবাদ, পশ্চিম মাদারবাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালাপাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (র.) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ব্রিকফিল্ড রোড, সিএ্যান্ডবি, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, নজুমিয়া লেইন, ছজওয়ার খান পেশকার জামে মসজিদ, ইকবাল রোড, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গিবাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ হালিশহর মুনিরনগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্বর, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (র) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদপাড়া, উত্তর পতেঙ্গা, খিজির (আ) জামে মসজিদসংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলীশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদপাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী, হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, আমানত খান সড়ক, পাঠানটুলী, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদসংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়ার গবর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, পাঠানটুলীর আমীর হোসেন দোভাষ সড়ক চত্বর, কালামিয়া বাজারের মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মুঈনদ্দিন শাহ (র) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলির বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আলকরণ রোড, আবেদীন কলোনি জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডিটি রোড, পাঁচলাইশ ওয়ার্ডের নবনির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, লোহার পোল, সরাইপাড়া, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রা) জামে মসজিদ, বারেকনগর জামে মসজিদ, আলহাজ জাকির কন্ট্রাকটর জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, হাজীপাড়া, পাঁচলাইশ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জেএম সেন স্কুল এ্যান্ড কলেজ মাঠ ফিরিঙ্গিবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হোসেন চৌধুরী বাড়ী জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীরদীঘি জামে মসজিদ, বিডিআর মাঠ, হালিশহর আর্টিলারি রোড, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, মধ্যম শহীদনগর, অক্সিজেন, হযরত হামজা খাঁ (র) জামে মসজিদ, আল আমিন শাহী জামে মসজিদ, স্টেডিয়াম শাহী জামে মসজিদ, এবাদুল্লাহ প-িত মসজিদ, তালেবিয়া শাহী জামে মসজিদ, হযরত ওয়াস কুরুনী মসজিদ। রাজশাহী পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে হযরত শাহ্ মখদুম (র) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। বিরূপ আবহাওয়া থাকলে একই সময় প্রধান জামাত হবে হয়রত শাহ্ মখদুম (র) দরগাহ মসজিদে। একই সময় দ্বিতীয় জামাত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। তৃতীয় জামাত হবে নগরীর সাহেববাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায়। এছাড়া নগরীতে ঈদের জামাত হবে শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, সিরোইল সরকারী হাই স্কুল ঈদগাহ মাঠে ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে ৮টায়, বুলনপুর ঈদগাহ মাঠে সোয়া ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে সাড়ে ৭টায়, রাজশাহী জজকোর্ট ঈদগাহে সোয়া ৮টায়। এছাড়া লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে ৮টায়, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দান কাঁঠালবাড়িয়া ঈদগাহ ময়দান, রায়পাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহে ৮টায়, শালবাগান সিএ্যান্ডবি মাঠে ৮টায়, ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, আসাম কলোনি বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায়, মোল্লাপাড়া ঈদগাহে ৮টায়, রাজশাহী রিমডেলিং রেল স্টেশন চত্বরে সকাল ৮টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, খোজাপুর গোরস্তান ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহে ৮টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, পাঁচানী ঈদগাহে ৮টায়, সাতবাড়িয়া ঈদগাহে সাড়ে ৮টায়, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদে সাড়ে ৮টায়, শহীদবাগ জামে মসজিদে ৮টায়, কয়েরদাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, মালদা কলোনি ঈদগাহে সাড়ে ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ৮টায়, ডিঙ্গাডুবা ঈদগাহ মাঠে ৮টায়, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহে ৮টায়, কাশিয়াডাঙ্গা ঈদগাহ ও বড় আমগাছি পশ্চিমপাড়া ঈদগাহে ৮টায়, মেহেরচ-ি বুথপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। এছাড়া কাজলা ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠ, ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ ও ফিরোজাবাদ ঈদগাহে সোয়া ৮টায়, আমচত্বর আহলে হাদিস মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ-উল-আযহার নামাজ হবে। খুলনা ঈদ-উল-আযহার প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে এবং টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় ও শেষ জামাত হবে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টা, ৯টা এবং সকাল ১০টায় টাউন জামে মসজিদে পরপর তিনটি জামাত হবে। নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ মাঠ, খুলনা আলিয়া মাদ্রাসা, বায়তুন নুর জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ এবং খালিশপুর ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সংশ্লিষ্ট কমিটির নির্ধারণ করা সময়সূচী অনুযায়ী জামাত হবে। এছাড়া খুলনা বিশ্বদ্যিালয়ে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদ-উল-আযহার জামাত হবে। খুলনায় প্রধান জামাত অনুষ্ঠানের সময় সার্কিট হাউসের হ্যালিপ্যাড, খুলনা অফিসার্স ক্লাব এবং খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের অজুর জন্য পানির ব্যবস্থাও থাকবে। মাগুরা ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় নোমানী ময়দানে। এছাড়া সকাল সাড়ে ৮টায় শহরের দোয়ারপাড় পশ্চিমপাড়া মিয়াবাড়ী জামে মসজিদে, সকাল ৯টায় জজকোর্ট জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় তালখড়ি মাঠে, নাঘোষা ঈদগাহ মাঠে, সকাল ১০টায় বাবুখালী ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে। এছাড়া পারলা ঈদগাহ, পারনান্দুয়ালী জামে মসজিদ, পিটিআই জামে মসজিদসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত হবে। নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-আযহার প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, খানপুর হাসপাতাল সড়কের ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় নামাজ সকাল ৯টায় হবে। কাশিপুরে সকাল ৭টায় ও ৮টায় পৃথকভাবে দুটি জামাত হবে। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মিজমিজি পাইনাদী কবরস্থান কমপ্লেক্স ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত হবে। এছাড়া মাদানীনগর মাদ্রাসায় ঈদের জামাত হবে সকাল ৭টায়। বন্দর উপজেলার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও কদমরসুল দরগা শরীফে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত হবে। সোনারগাঁ উপজেলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, মরিশটেক কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাদিপুর সেনের বাড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সাদিপুর নানাখি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। আড়াইহাজার পৌর ঈদগাহ মযদানে সকাল ৯টায়, কাইমপুর ঈদগাহে সকাল ৯টায়, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায়, গোপালদি পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, আড়াইহাজার আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও শম্বপুরা উচ্চ বিদ্যালয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত হবে। সিরাজগঞ্জ ঈদের প্রধান জামাত হবে প্রায় দেড় শ’ বছরের পুরাতন খান সাহেবের ঈদগাহ মাঠে। পৌরসভা পরিচালিত এ ঈদগাহ মাঠে প্রথম জামাত হবে সকাল ৮টায়। সদর আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন এবং পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ পৌরবাসী প্রথম জামাতে নামাজ আদায় করবেন। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এছাড়া পৌরসভা পরিচালিত মালশাপাড়া কবরস্থান, চররায়পুর এবং আমলাপাড়া ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় হবে। ঠাকুরগাঁও ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ্মহ-সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে। এছাড়া সকাল ৯টায় শহরের আনসার ব্যাটালিয়ন মাঠে আহলে হাদিসের, সকাল সাড়ে ৮টায় শহরের পুলিশ লাইনস মাঠে, সকাল সাড়ে ৯টায় সত্যপীর মাজার ঈদগাহ মাঠে, সকাল ১০টায় মুন্সীরহাট ঈদগাহ মাঠ ও বারো আউলিয়ার মাজার মাঠে ঈদের জামাত হবে। এছাড়া লাউথুতি তারামিয়া ঈদগাহ মাঠ, বালিয়া ঈদগাহ মাঠসহ বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে। বগুড়া বগুড়ায় ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাত হবে সূত্রাপুরে শহরের কেন্দ্রীয় সম্প্রসারিত ঈদগাহে সকাল ৮টায়। মহাস্থানগড় কলেজ মাঠে জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া ঠনঠনিয়া ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া ঈদগাহ, চকসূত্রাপুর ঈদগাহ, নারুলী ঈদগাহ, চেলোপাড়া ঈদগাহ, ফুলদীঘি ঈদগাহ, ফুলবাড়ী ঈদগাহ, আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ, গোকুল ঈদগাহ, সুলতানগঞ্জ ঈদগাহ, করনেশন স্কুল মাঠ, পুলিশ লাইনস ময়দান, সরকারী আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠ, আলতাফুন্নেছা খেলার মাঠ, জিলা স্কুল মাঠে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদ-উল-আযহার জামাত হবে। প্রতিকূল আবহাওয়ায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায়। বৃষ্টি-বাদল শুরু হলে প্রত্যেক পাড়া ও মহল্লার মসজিদে ঈদের নামাজের আয়োজন রাখা হয়েছে। বাগেরহাট ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে। ঈদের দিন সকাল ৮টায় ষাটগম্বুজ মসজিদে প্রথম জামাত হবে। এছাড়া সকাল ৮টা ১০ মিনিটে আলিয়া মাদ্রাসা ঈদগাহ, খারদ্বার ঈদগাহ ৮টা ১৫ মিনিটে, মিঠাপুকুর পাড় জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, পুরাতন কোর্ট জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, হযরত খানজাহানের (র) দরগায় ৮টা ৩০ মিনিটে, পুলিশ লাইনস জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে, খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, নতুন কোর্ট মসজিদে ৮টা ৩০ মিনিটে, রেলওয়ে জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, পিসি কলেজ জামে মসজিদে ৮টা ১০ মিনিটে, সরুই হাজী আরিফ মসজিদ ময়দানে ৮টা ১৫ মিনিটে, সোনাতলা আউলিয়াবাদ মসজিদে ৮টা ৩৫ মিনিটে, পিটিআই মসজিদে ৮টা ১০ মিনিটে, হাড়িখালী মসজিদে ৮টা ১৫ মিনিটে, পৌর পার্কে ৮টা ১৫ মিনিটে, সড়ক ও জনপথ মসজিদে ৮টা ১৫ মিনিটে, নাগেরবাজার হাজী আরিফ মসজিদে ৮টা ৩০ মিনিটে, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, দড়াটানা জামে মসজিদে ৮টা ১৫ মিনিটে, খানজাহান পল্লী ৮টা ১৫ মিনিটে, সরুই মাদ্রাসা ঈদগাহে ৮টা ১৫ মিনিটে ঈদ-উল-আযহার জামাত হবে। ঝিনাইদহ ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে সকাল ৮টায় উজির আলী হাই স্কুল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায় সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। এছাড়া ফায়ার সার্ভিস ঈদগাহ ময়দান, পুলিশ লাইনস ঈদগাহ ময়দান, সরকারী কেসি কলেজ ঈদগাহ ময়দান, পানি উন্নয়ন বোর্ড ঈদগাহ ময়দান ও অন্যান্য ঈদগাহ ময়দানে প্রধান ও দ্বিতীয় ঈদ জামাতের সঙ্গে সমন্বয় করে ঈদের জামাত হবে। গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত হবে সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। এছাড়া গোরস্তান মসজিদ, এনএইচ মডার্ন হাই স্কুল মাঠ, পুলিশ লাইনস ময়দান, পুলবন্দী ঈদগাহ মাঠ, রেল স্টেশন জামে মসজিদ, গাউছুল আযম জামে মসজিদ, ডেভিড কোম্পানিপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখনগর জামে মসজিদ, ব্রিজ রোড আহলে হাদীস জামে মসজিদ, গাইবান্ধা সরকারী কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যেই হবে বলে ইমাম সমিতি সূত্রে জানা গেছে। নীলফামারী প্রধান জামাত হবে সকাল ৮টা ১৫ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এর আগে জেলার প্রথম জামাত হবে নীলফামারী পুলিশ লাইনস মাঠে সকাল ৮টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রধান জামাত বড় মসজিদে হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত হবে সার্কিট হাউস ঈদগাহ, কুখাপাড়া ধনীপাড়া ঈদগাহ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ, জোরদরগা ঈদগাহ ও মুন্সীপাড়া আহলে হাদিস ঈদগাহ মাঠ। অপরদিকে সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে জেলা শহরের গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগাহ ও কলেজ স্টেশন ঈদগাহ মাঠে। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় প্রধান ঈদগাহ মাঠে জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এদিকে এবারও জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগাহ মাঠে। রংপুর ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। পুলিশ লাইনস মাঠে ঈদ-উল-আযহার জামাত সকাল পৌনে ৮টায়। বৃষ্টি হলে প্রধান জামাত হবে কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৯টায় এবং দ্বিতীয় জামাত হবে সোয়া ৯টায়। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদের মাঠ ও মসজিদে প্রধান জামাতের সঙ্গে সঙ্গতি রেখে ঈদের নামাজের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। মুন্সীপাড়া ঈদগাহ ও মুলাটোল আলিয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৮টায় এবং কেরামতিয়া জামে মসজিদে ৯টায় ঈদের জামাত হবে। শালবন মিস্ত্রীপাড়া কৈলাশ রঞ্জন ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল ৮টায়, ম-লপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে ৯টায়, রংপুর মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টায় এবং সাতমাথা জামে মসজিদ, ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ, বাবুখাঁ ঈদগাহ মাঠ ও খটখটিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত হবে। সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলা পরিষদ ঈদগাহে এবং পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ ও গঙ্গাচড়ার পাইকান জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত হবে। কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, গঙ্গাচড়া ও পীরগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৯টায়, বদরগঞ্জের চান্দামারী কারামতিয়া ঈদগাহে ১০টায় ঈদের জামাত হবে বলে জানা গেছে। রাঙ্গামাটি প্রধান পাঁচটি স্থানে পবিত্র ঈদ-উল-আযহার জামাত হবে। সকাল ৮টায় তবলছড়ি ঈদগাহ ময়দান, বনরূপা আদালত মাঠ ও আমানতবাগ মাঠে প্রথম ঈদ জামাত হবে। সকাল ৯টায় ওই স্থানে দ্বিতীয় জামাত হবে। রিজার্ভ বাজার মসজিদে সকাল সাড়ে ৮টায় শহরের প্রধান ঈদের জামাত হবে। এছাড়া পুরান পাড়া ও আসামবস্তি মসজিদে সকাল ৯টায় ঈদ জামাত হবে। ইতোমধ্যে এসব স্থানে ঈদ জামাত পরিচালনা কমিটি ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বরিশাল নগরীর বান্দ রোডের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে। সিটি মেয়র আহসান হাবীব কামালসহ স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতারা এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া নগরীর কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত হবে। এর মধ্যে কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সাড়ে নয়টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে সকাল আটটায় ও সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় এবং পুলিশ লাইনস মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় হবে। এছাড়া কালিজিরা বড় জামে মসজিদ ময়দানে সাড়ে ৭টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, আঞ্জুমান হেমায়েত ইসলাম গোরস্থান, ল’ কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, জেলগেট জামে মসজিদ, গুঠিয়া জামে মসজিদ, পাওয়ার হাউস জামে মসজিদ এবং মেডিক্যাল কলেজ জামে মসজিদে সকাল ৮টায়, পোর্ট রোড জামে মসজিদে সোয়া ৮টায়, ফকিরবাড়ি জামে মসজিদ এবং নেছারাবাদ জামে মসজিদে সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বরিশালে সবচেয়ে বড় ঈদের জামাত হবে চরমোনাই দরবার শরিফ মাদ্রাসা মাঠে। সেখানে সকাল ৮টায় ঈদের জামাত হবে। পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ছারছিনা মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করা হবে সকাল সাড়ে ৮টায়। মুন্সীগঞ্জ ঈদ-উল-আযহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় কালেক্টরেট ঈদগা ময়দানে। দ্বিতীয় জামায়াত হবে শহরের টেনিস মাঠে সকাল ৮টায়। তৃতীয় জামাত হবে সকাল সোয়া ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদ জামাত হবে। বৃষ্টি থাকার কারণে ত্রিপাল দিয়ে ঘিরে দেয়া হয়েছে ঈদগা ময়দান। কুড়িগ্রাম ঈদ-উল-আযহার নামাজ বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় প্রথম জামাত, সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত, নতুন শহর কালেক্টরিয়েট ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে আটটায়, আলিয়া মাদ্রাসা মাঠে জামাত সকাল পৌনে ৯টায়, রিভারভিউ স্কুল মাঠ, হরিকেশ প্রাথমিক বিদ্যালয় মাঠ, পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠ, সাত্তার স্কুল মাঠ, হোসেন খা পাড়া স্কুল মাঠ ও খলিলগঞ্জ রেলওয়ে ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঝালকাঠি ঈদ-উল-আযাহা উপলক্ষে প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হবে। প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং ধর্মপ্রাণ মানুষ এ দিন এখানে নামাজ আদায় করবেন।
×