ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আহত ৫ পুলিশ

আজিমপুরে জঙ্গী আস্তানায় অভিযান ॥ নিহত ১, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: ০৫:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৬

আজিমপুরে জঙ্গী আস্তানায় অভিযান ॥ নিহত ১, নারীসহ গুলিবিদ্ধ ৩

স্টাফ রিপোর্টার ॥ আজিমপুরের জঙ্গী আস্তানায় পুলিশের অভিযানে এক জঙ্গী নিহত হয়েছে। শারমিন (২৫) নামে আরেক নারী জঙ্গীকে গুলিবিদ্ধ অবস্থায় দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও আহত হয়েছেন কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য। কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অতিরিক্ত উপ-কমিশনার জানান, আজিমপুরের বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গীরা বিস্ফোরক ছোড়ে। এতে চার পুলিশ সদস্য আহত হন। শনিবার রাত সোয়া ৮টার দিকে আহত নারী জঙ্গী শারমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেটসংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। তারা হলেন মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢামেকে তাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার দিকে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা আজিমপুরের ওই বাড়ির মালিকের খোঁজ নিতে যায়। পুলিশ ওই বাসার দরজায় নক করে বাড়ির মালিক সম্পর্কে জানতে চাইলে এক মহিলা বলতে পারবে না বলে জানায়। পরে পুলিশের সদস্যরা বাড়িটি ঘিরে দাঁড়ালে তাদের লক্ষ্য করে বিস্ফোরক ছোড়ে জঙ্গীরা। আহত এক কনস্টেবল জানান, সন্ধ্যার দিকে বিজিবি ২ নম্বর গেট প্রাচীর দিয়ে বহু আগে বন্ধ করে দেয়। এর ডান দিকে একটি সরু গলিতে মসজিদসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা গুলি ও বোমা নিক্ষেপ করে।
×