ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো-নেইমার খেলতে মুখিয়ে

প্রকাশিত: ০৪:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৬

রোনাল্ডো-নেইমার খেলতে মুখিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ চোটি কাটিয়ে অবশেষে মাঠে ফেরার প্রহরণ গুনছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করার পর থেকেই মাঠের বাইরে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ প্রাণভোমরা। যে কারণে খেলতে পারেননি রিয়ালের হয়ে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ লা লিগার প্রথম দুই ম্যাচ। তবে আজই চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সি আর সেভেন। এমনটি জানিয়েছেন পর্তুগীজ তারকা নিজেই। লা লিগায় হোম ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলবে ওসাসুনার বিপক্ষে। এই ম্যাচের মধ্য দিয়েই দুই মাস পর ময়দানী লড়াইয়ে ফিরছেন ইউরোপ সেরা এই ফুটবলার। রোনাল্ডোর মতো লা লিগায় নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন নেইমারও। বার্সিলোনার এই তারকা অবশ্য চোটে ছিলেন না। নিজ দেশ ব্রাজিলের হয়ে ব্যস্ত ও সফল সময় কাটিয়ে ফিরেছেন নুক্যাম্পে। এই সময়ে নেইমার ব্রাজিলকে প্রথমবারের মতো জিতিয়েছেন অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক। এরপর বিশ্বকাপ বাছাইপর্বেও তার জাদুতে ভর করে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দেশের জার্সিতে ব্যস্ত সময় কাটানো নেইমার আজ রাতেই ফিরছেন বার্সিলোনার জার্সিতে। নিজেদের মাঠ নুকাম্পে বার্সা আতিথ্য দেবে নবাগত এ্যালাভেসকে। ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। আজ রাতে মাঠে নামছে আরেক বড় দল এ্যাটলেটিকো মাদ্রিদও। এ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। অন্য ম্যাচে লড়বে মালাগা-ভিয়ারিয়াল ও সেভিয়া-লাল পালমাস। বর্তমানে দুটি করে ম্যাচ শেষে চমক দেখিয়ে সবার উপরে অবস্থান করছে পালমাস। পূর্ণ ৬ পয়েন্ট ভা-ারে নিয়ে গোল গড়ে বার্সিলোনার উপরে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে তিন নম্বরে রিয়াল। গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পায়ে ব্যথা পাওয়ার পর থেকে রোনাল্ডো মাঠের বাইরে। সতীর্থরা যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন, তিনি তখন চোট থেকে সেরে ওঠার চেষ্টায় ব্যস্ত ছিলেন। চোট কাটিয়ে এখন সম্পূর্ণ সুস্থ রিয়ালের সবচেয়ে বড় তারকা। কয়েক দিন ধরে অনুশীলনও করছেন। রোনাল্ডো নিজেই জানিয়েছেন, মাঠে নামতে আর কোন সমস্যা নেই। শুক্রবার মাদ্রিদে নিজের নামে একটি নতুন সুগন্ধির প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সি আর সেভেন। সেখানেই আজ খেলার বিষয়ে প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সুরে রোনাল্ডো বলেন, আমি খুব ভাল আছি। আর কালকের (আজ) ম্যাচে খেলতেও যাচ্ছি। ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিগ্যাসি’ নামে সুগন্ধিটি হয়ত সৌভাগ্যের পরশ নিয়ে আসতে যাচ্ছে তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের জীবনে। অবশ্য মাঠে নামলেও ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচ হয়ত খেলতে পারবেন না রোনাল্ডো। স্প্যানিশ সংবাদ মাধ্যমের ইঙ্গিত, রিয়ালের কোচ জিনেদিন জিদান দলের সবচেয়ে বড় তারকাকে কিছু সময়ের জন্য মাঠে নামাতে পারেন। রোনাল্ডোকে ছাড়া চলতি মৌসুমে এখন পর্যন্ত উয়েফা সুপার কাপে ও লা লিগায় দুটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে রিয়াল। তবে দলীয় অধিনায়ককে ছাড়া পর্তুগালের মাঝের সময়টা ভাল কাটেনি। চোট কাটিয়ে কিছুদিন আগে অনুশীলনে ফিরলেও ফিট না থাকায় তাকে ছাড়াই দল গঠন করেন কোচ ফার্নান্ডো সান্টোস। রোনাল্ডোকে ছাড়া জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে জিতলেও সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে ২-০ গোলে হেরে যায় ইউরো চ্যাম্পিয়নরা। ব্রাজিলের হয়ে ব্যস্ত সময় কাটানো নেইমারও লা লিগায় বার্সার হয়ে খেলতে মুখিয়ে আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ঘরে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি শনিবারের ম্যাচ খেলতে প্রস্তুত। এদিকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নাকচ করে দিয়েছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদের আবেদন। অপ্রাপ্তবয়স্ক বিদেশী খেলোয়াড় দলে নেয়ার নিয়ম লঙ্ঘন করায় দুই মৌসুমের জন্য নিষেধাজ্ঞা পেয়েছে দল দুটি। এর ফলে পরের দুই দল বদলের মৌসুমে কোন নতুন খেলোয়াড় কিনতে পারবে না প্রতিবেশী ক্লাব দুটি। এ কারণে প্রশ্ন উঠেছে, এই নিষেধাজ্ঞা কতটুকু ভোগাবে রিয়াল ও এ্যাটলেটিকোকে। অবশ্য এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপীল করার সুযোগ আছে। আবেদন করবেও ক্লাব দুটি। কিন্তু তাতে ক্লাব দুটির জন্য ইতিবাচক ফল আসার সম্ভাবনা কম।
×